ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

উপমন্ত্রীর মর্যাদা পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভি

উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে। মঙ্গলবার (২১ জুন) এ মর্যাদা দিয়ে প্রজ্ঞাপনর জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে একই প্রজ্ঞাপনর জারি করা হয়েছে।

 

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ মর্যাদা বৃদ্ধি করা হলো।

 

নারায়ণঞ্জ সিটি করপোরেশনে ২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচনে জয়লাভ করেন সেলিনা হায়াৎ আইভী। দীর্ঘ সময়েও এ মেয়রদের কোনো মর্যাদা নির্ধারণ করেনি, অন্য মেয়রদেরও মর্যাদা নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, মেয়রদের পদমর্যাদা ঠিক না হওয়ায় রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে মেয়রদের প্রটোকল নিয়ে সমস্যা হচ্ছে। তারা কোথায় বসবেন তা নির্ধারণ করা যাচ্ছে না।

 

সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদা নির্ধারণ বিষয়ে কিছু বলা নেই। তাই সরকারগুলো নিজেদের মতো করে পদমর্যাদা নির্ধারণ করে নেয়।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উপমন্ত্রীর মর্যাদা পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভি

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬
উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে। মঙ্গলবার (২১ জুন) এ মর্যাদা দিয়ে প্রজ্ঞাপনর জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। এছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে একই প্রজ্ঞাপনর জারি করা হয়েছে।

 

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ মর্যাদা বৃদ্ধি করা হলো।

 

নারায়ণঞ্জ সিটি করপোরেশনে ২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচনে জয়লাভ করেন সেলিনা হায়াৎ আইভী। দীর্ঘ সময়েও এ মেয়রদের কোনো মর্যাদা নির্ধারণ করেনি, অন্য মেয়রদেরও মর্যাদা নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, মেয়রদের পদমর্যাদা ঠিক না হওয়ায় রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে মেয়রদের প্রটোকল নিয়ে সমস্যা হচ্ছে। তারা কোথায় বসবেন তা নির্ধারণ করা যাচ্ছে না।

 

সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদা নির্ধারণ বিষয়ে কিছু বলা নেই। তাই সরকারগুলো নিজেদের মতো করে পদমর্যাদা নির্ধারণ করে নেয়।