ঢাকা , বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এই গরুটার দাম ১৮ লাখ, কোন হাটে জানেন

একটি কালো সাঁওতাল গরুর দাম হাঁকানো হয়েছে ১৮ লাখ টাকা।  এ খবর ছড়িয়ে পড়লে  গরুটি একনজর দেখতে মানুষ ভিড় করছে।

গরুটি চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে তোলা হয়েছে।
সাগরিকা


পশু হাটের ইজারাদার আলী আজগর জানান, গরুটি আমাদের বাজারের সর্বোচ্চ দামের গরু।

বিক্রেতা ঝিনাইদহের বকুল মিয়া গরুটির বিষয়ে  জানান, তিনি পাঁচ বছর ধরে গরুটি লালন-পালন করে আসছেন।  এ বছরই প্রথম গরুটি বাজারে নিয়ে এসেছি।

তিনি জানান, অনেকে বিভিন্ন দাম করছেন।  কিন্তু ১৫ লাখ টাকার কমে বিক্রি করবো না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এই গরুটার দাম ১৮ লাখ, কোন হাটে জানেন

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬

একটি কালো সাঁওতাল গরুর দাম হাঁকানো হয়েছে ১৮ লাখ টাকা।  এ খবর ছড়িয়ে পড়লে  গরুটি একনজর দেখতে মানুষ ভিড় করছে।

গরুটি চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে তোলা হয়েছে।
সাগরিকা


পশু হাটের ইজারাদার আলী আজগর জানান, গরুটি আমাদের বাজারের সর্বোচ্চ দামের গরু।

বিক্রেতা ঝিনাইদহের বকুল মিয়া গরুটির বিষয়ে  জানান, তিনি পাঁচ বছর ধরে গরুটি লালন-পালন করে আসছেন।  এ বছরই প্রথম গরুটি বাজারে নিয়ে এসেছি।

তিনি জানান, অনেকে বিভিন্ন দাম করছেন।  কিন্তু ১৫ লাখ টাকার কমে বিক্রি করবো না।