বাঙালী কণ্ঠ নিউজঃ চিকিৎসার জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি এবং মেজর (অব.) খালেদ আখতার।
এদিকে, বিমানবন্দরে তাকে বিদায় জানান পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, শ্রম ও জনশক্তি বিভাগের প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় প্রমুখ। জানা যায়, আগামী ২৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন এরশাদ।