বাঙালী কণ্ঠ নিউজঃ পবিত্র হজ পালন শেষ করে দেশে ফিরেছেন ১ লক্ষ ২০ হাজার ২৯০ জন বাংলাদেশি হাজী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৮৬টিসহ মোট ৩৪২টি ফ্লাইটে দেশে ফেরেন তারা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৮৭০ জন ও সৌদি এয়ারলাইন্স ৫৯ হাজার ৪০৯ জন যাত্রী পরিবহন করে।
এদিকে চলতি বছরের হজ ফ্লাইটের নির্ধারিত সময় শেষ হয়েছে গতরাত ১২টায় তাই সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের হজ প্লাজা বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত শেষদিনের মতো বাংলাদেশ হজ প্লাজা দিয়ে হাজীরা বাংলাদেশের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন। আজ বুধবার থেকে যথারীতি পার্শ্ববর্তী আন্তর্জাতিক টার্মিনাল দিয়ে অবশিষ্ট হাজীরা দেশে ফিরবেন।
পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে আসা বাংলাদেশি হজযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় জেদ্দা বিমানবন্দরের একটি নির্দিষ্ট জায়গা ভাড়া নিয়ে মধ্য জুলাই থেকে বাংলাদেশ হজ প্লাজার কার্যক্রম শুরু হয়।