বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহিলা সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদককরা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, মহিলা দলের নতুন কমিটিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেছেন।
একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
গঠনতন্ত্রে প্রতি তিন বছর পর কমিটি দেওয়ার কথা থাকলেও পাঁচ বছর পর নতুন কমিটি গঠন করা হলো। এর আগে ১৭ বছর পর মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছিল।