ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাপের মুখে ফের চালু সিটিং সার্ভিস

পরিবহন মালিকদের চাপের মুখে ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস চালানোর অনুমতি দিয়ে দিল পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে জনভোগান্তি কমানোর জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটিং সার্ভিসের বিরুদ্ধে বিআরটিএর অভিযান শুরুর চতুর্থ দিনে বুধবার রাজধানীতে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

রুদ্ধদ্বার বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ‘জনস্বার্থের কথা চিন্তা করে ১৫ দিনের জন্য সিটিং বিরোধী অভিযান বন্ধ ঘোষণা করলাম। এই সার্ভিসকে একটা নিয়মের ভেতরে আনতে চাই। সিটিং সার্ভিস চলবে। তবে বিআরটিএর নির্ধারিত ভাড়া নিতে হবে। ভাড়া কোনো অবস্থাতেই বৃদ্ধি করা যাবে না।’

সিটিং সার্ভিস নিয়ে জন অসন্তোষের মুখে চলতি মাসের শুরুর দিকে এই সার্ভিস থাকবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। আর ঘোষণার বাস্তবায়নে গত রবিবার থেকে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কিন্তু অভিযান শুরুর দিন থেকে শুরু হয় নৈরাজ্য। সিটিং নামে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছিল, লোকালেও শ্রমিকরা আদায় করতে থাকে একই ভাড়া। কৃত্তিম পরিবহন সংকট সৃষ্টি করে বাস মালিকরা।

এই অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার জানান, রাজধানীতে যারা বাস চালায় তারা খুব প্রভাবশালী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চাপের মুখে ফের চালু সিটিং সার্ভিস

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭

পরিবহন মালিকদের চাপের মুখে ১৫ দিনের জন্য সিটিং সার্ভিস চালানোর অনুমতি দিয়ে দিল পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে জনভোগান্তি কমানোর জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটিং সার্ভিসের বিরুদ্ধে বিআরটিএর অভিযান শুরুর চতুর্থ দিনে বুধবার রাজধানীতে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়। সেখানেই এ সিদ্ধান্ত হয়।

রুদ্ধদ্বার বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ‘জনস্বার্থের কথা চিন্তা করে ১৫ দিনের জন্য সিটিং বিরোধী অভিযান বন্ধ ঘোষণা করলাম। এই সার্ভিসকে একটা নিয়মের ভেতরে আনতে চাই। সিটিং সার্ভিস চলবে। তবে বিআরটিএর নির্ধারিত ভাড়া নিতে হবে। ভাড়া কোনো অবস্থাতেই বৃদ্ধি করা যাবে না।’

সিটিং সার্ভিস নিয়ে জন অসন্তোষের মুখে চলতি মাসের শুরুর দিকে এই সার্ভিস থাকবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি। আর ঘোষণার বাস্তবায়নে গত রবিবার থেকে শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

কিন্তু অভিযান শুরুর দিন থেকে শুরু হয় নৈরাজ্য। সিটিং নামে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছিল, লোকালেও শ্রমিকরা আদায় করতে থাকে একই ভাড়া। কৃত্তিম পরিবহন সংকট সৃষ্টি করে বাস মালিকরা।

এই অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার জানান, রাজধানীতে যারা বাস চালায় তারা খুব প্রভাবশালী।