সরকারের পাশে থাকতে চায় বিএনপি

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে সরকারের পাশে থাকতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধী দলীয় সাবেক চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক। এ সময় সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদেরকে গুম, খুন, নিধন করলেও সরকার অসহায় রোহিঙ্গাদের রক্ষা করলে তাদের পাশে থাকবে বিএনপি।’

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, মানবতাবিরোধী অপরাধী মিয়ানমারের পণ্য বর্জনের দাবিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রতি মূহূর্তে সরকারকে সমর্থন দিব। সরকারের প্রতি আমাদের দাবি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের প্রস্তাব নিয়ে অবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘে উত্থাপন করা হোক। প্রয়োজনে রাখাইন প্রদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিবাহিনী প্রেরণ করতে হবে। তবুও অসহায় রোহিঙ্গাদেরকে বাঁচান, তাদের রক্ষা করুন।’

তিনি বলেন, ‘মিয়ানমারের মুসলমান রোহিঙ্গাদের যেভাবে হত্যা, নির্যাতন করা হচ্ছে ইতিহাসে নজিরবিহীন। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ আছে। তাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মিয়ানমার সরকারকে বাধ্য করা হোক এই রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে- এটা আমাদের দাবি।’

বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর