নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির লক্ষ্য আন্দোলন

‘নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির লক্ষ্য আন্দোলন’ শীর্ষক সংবাদ প্রকাশ করেছে ইত্তেফাক। আজ প্রকাশিত পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি নিয়ে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ধীরে ধীরে তারা চূড়ান্ত আন্দোলনের পথে নামবে। প্রাক প্রস্তুতি হিসেবে নেতাকর্মীদের চাঙ্গা ও তৃণমূলকে সক্রিয় করতে চাচ্ছে দলটি।
‘থামছে না আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত’ শিরোনামে প্রথম আলো’তে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহের ব্যবধানে কুমিল্লার মুরাদনগরে এবং নরসিংদীর রায়পুরায় ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ সংঘাতে তিনজনের প্রাণ গেছে।
সমকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ও ভুটান সফর নিয়ে বিশ্লেষণমূলক সংবাদের শিরোনাম দিয়েছে, বিদ্যুৎ-জ্বালানি খাতে আশার আলো। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম- বেহাল শাহজালাল বিমানবন্দর। এতে বলা হয়েছে, চরম বিশৃঙ্খলায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর।  যত্রতত্র দাপিয়ে বেড়াচ্ছে ইঁদুর-বিড়াল। বিমানবন্দরের ভিতরে যাত্রীরা নিয়মিত দেখেন ইঁদুর-বিড়ালের খেলার দৃশ্য। নয়া দিগন্তে ‘মামলার খড়গ থামছে না’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় গ্রেফতারি পরোয়ানা ও বরখাস্তের খড়গ নামছে বিভিন্ন স্থানের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর। সকালের খবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়র নাছিরের ‘আন্তরিক দুঃখ প্রকাশ’ বৃষ্টিতে কোমরপানি চট্টগ্রামে। ইংরেজি দৈনিক নিউএজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সিট বরাদ্দ নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ছাত্রদের চাপ দেয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর