ডার্ক মোডসহ নানা চমকে উইন্ডোজ টেন এক্স

বাঙালী কণ্ঠ ডেস্কঃ আরো একটি নতুন অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট। নতুন অপারেটিং সিস্টেম যে অত্যাধুনিক হবে, তার টের পাওয়া গিয়েছিল অনেক আগেই। এবার ডেভলপারদের জন্য উন্মু্ক্ত করা হয়েছে। নতুন অপারেটিং সিস্টেমটির নাম হবে ‘উইন্ডোজ টেন এক্স’। এটি উইন্ডোজ টেনভিত্তিক।

উইন্ডোজ টেন এক্স এর একটি প্রাথমিক সংস্করণ গত ১১ ফেব্রুয়ারি ডেভেলপারদের দেখার সুযোগ দেয় মাইক্রোসফট। এটি দেখে দ্য ভার্জ এর প্রতিবেদক টম ওয়ারেন নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-

* উইন্ডোজ টেন এক্স-এ ডার্ক মোড থাকছে। যা অপারেটিং সিস্টেমে নতুন দিগন্ত।

* রিডিজাইন করা হয়েছে স্টার্ট ম্যানুকে। এখানে পাওয়া যাবে না লাইভ টাইলস ভিউ। সেটি বাদ দিয়ে লুককে করা হয়েছে আরো সহজ ও সরল।

* নতুন এ অপারেটিং সিস্টেমে ডেস্কটপ ক্লাস মাল্টিটাস্ক থাকছে। ডিভাইসের যেখানে খুশি সেখানে অ্যাপ রাখতে পারবেন। চাইলে সাইজ ছোট-বড়ও করতে পারবেন।

* উইন্ডোজের ভয়েজ অ্যাসিসট্যান্ট কর্টানাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে কর্টানা থাকবে কী-না তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

Print Friendly, PDF & Email

এই ক্যাটাগরীর আরো খবর