এক মহিলা সরকারি কর্মী তার সঙ্গিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দিনকয়েক আগে মনজিৎ কাউর সান্ধু (৪৪) বিয়ে করেছেন তার ২৭ বছর বয়সী বান্ধবীকে। তবে তিনি তার বান্ধবীর নাম প্রকাশ করেননি। এই সমলিঙ্গ বিবাহের ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবে। ওই রাজ্যে দুজন মেয়ের মধ্যে বিয়ের ঘটনা সম্ভবত এই প্রথম।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাজ্য সরকারের ওয়ার্ডেন পদে কর্মরত আছেন মনজিৎ কাউর সান্ধু। তার ২৭ বছর বয়সী বান্ধবীকে তিনি বিয়ে করেন। পাঞ্জাবের জলন্ধর শহরের পাক্কা বাগ এলাকায় একটি মন্দিরে হিন্দু রীতিনীতি অনুযায়ী এই বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মিডিয়াতে এই বিয়ে নিয়ে ভুল লেখা হচ্ছে দাবি করে মনজিৎ সান্ধু বলেন, এগুলো আমার ব্যক্তিগত জীবনে অবাঞ্ছিত নাক-গলানো ছাড়া কিছুই নয়। তিনি আরো দাবি করেছেন তার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। এটা নিয়ে এত হইচই করারও কিছু নেই।
তাদের দুই পরিবারেরই এই বিয়েতে সমর্থন ছিল এবং তারা সবাই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বলেও জানিয়েছেন মনজিৎ সান্ধু। সূত্র: বিবিসি