ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওয়াসার কর্মচারী গুরুতর আহত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে ছিনতাইকারীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে হোসেন আলী (৫০) নামের এক ওয়াসার কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হোসেন আলী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেকান্দরপুর গ্রামের নজির আহমেদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কতুবখালী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভাড়া থাকেন। তিনি কামরাঙ্গীরচর চাঁদনী ঘাট ১ নম্বর জোন ওয়াসা কার্যালয়ে কর্মরত রয়েছেন।

আহতের ছেলে মো. ইকবাল জানিয়েছেন, তার বাবা বর্তমানে মালিবাগ এ ওয়ান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ‘বাবা প্রতিদিন ফজরের নামাজের পর হাটাহাটি করে নাস্তা খেয়ে তার কর্মস্থলে যান। প্রতিদিনের মতো বুধবার ভোরেকর্মস্থলে যাওয়ার সময় কুতুবখালী স্কুলের সামনে ৩/৪ জন ছিনতাইকারী বাবাকে পথরোধ করে মোবাইল টাকা পয়সা ছিনতাইয়ে চেষ্টা করে। বাবা বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা মোবাইল, নগদ ৪-৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ’

মো. ইকবাল আরও বলেন, ‘শনির আখড়া থেকে কুতুবখালী যাত্রবাড়ি আড়তে যাওয়ার পথে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত শুক্রবার কাজলা ফুটওভার ব্রিজের নিচে রাত ১টার দিকে অস্ত্রের মুখে আমাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে গেছে। ’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, আহত অবস্থায় ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওয়াসার কর্মচারী গুরুতর আহত

আপডেট টাইম : ২৯ মিনিট আগে

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে ছিনতাইকারীদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে হোসেন আলী (৫০) নামের এক ওয়াসার কর্মচারী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হোসেন আলী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেকান্দরপুর গ্রামের নজির আহমেদের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কতুবখালী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভাড়া থাকেন। তিনি কামরাঙ্গীরচর চাঁদনী ঘাট ১ নম্বর জোন ওয়াসা কার্যালয়ে কর্মরত রয়েছেন।

আহতের ছেলে মো. ইকবাল জানিয়েছেন, তার বাবা বর্তমানে মালিবাগ এ ওয়ান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ‘বাবা প্রতিদিন ফজরের নামাজের পর হাটাহাটি করে নাস্তা খেয়ে তার কর্মস্থলে যান। প্রতিদিনের মতো বুধবার ভোরেকর্মস্থলে যাওয়ার সময় কুতুবখালী স্কুলের সামনে ৩/৪ জন ছিনতাইকারী বাবাকে পথরোধ করে মোবাইল টাকা পয়সা ছিনতাইয়ে চেষ্টা করে। বাবা বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা মোবাইল, নগদ ৪-৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ’

মো. ইকবাল আরও বলেন, ‘শনির আখড়া থেকে কুতুবখালী যাত্রবাড়ি আড়তে যাওয়ার পথে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত শুক্রবার কাজলা ফুটওভার ব্রিজের নিচে রাত ১টার দিকে অস্ত্রের মুখে আমাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে গেছে। ’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক বলেন, আহত অবস্থায় ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালে আইসিইউ খালি না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।