ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেড কার্পেটে সোনমের বাজিমাত

প্রথম দিন থেকেই কানের লালগালিচায় আলো ছড়াচ্ছেন ভারতীয় সুন্দরীরা। ষাট মিটারের গালিচায় হেঁটে গেছেন মল্লিকা শেরওয়াত, দীপিকা পাড়–কোন, ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ ধারাবাহিকতায় শনিবার লালগালিচার ওপর পা রাখলেন ভারতীয় আরেক সুন্দরী সোনম কাপুর।

যদিও আগে থেকে এ তারকা বলে আসছিলেন কান উৎসবে যোগ দেয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত নন।

জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর নিজেদের ফ্যাশন হাউস রিসোনের প্রচারণা এবং ছবির কাজ নিয়ে বেশ কিছু দিন ধরে ব্যস্ত সময় যাচ্ছে তার। তাই কানে সাজ নিয়ে খুব একটা প্রস্তুতি গ্রহণ করতে পারেননি তিনি।

কিন্তু রেড কার্পেটে তার উপস্থিতির পরই মিথ্যে হল তার এমন অজুহাত।

বাহারি গাউনে জৌলুস ছড়ালেন তিনি। ল’রিয়েল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানে জম্পেশ প্রতিনিধিত্ব করে গেলেন এ তারকা। রূপ আর গর্জিয়াস সাজে মাথা ঘুরিয়ে গেলেন সবার। ক্যামেরার ফ্ল্যাশে বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ল সোনমের রূপের মহিমা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রেড কার্পেটে সোনমের বাজিমাত

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭

প্রথম দিন থেকেই কানের লালগালিচায় আলো ছড়াচ্ছেন ভারতীয় সুন্দরীরা। ষাট মিটারের গালিচায় হেঁটে গেছেন মল্লিকা শেরওয়াত, দীপিকা পাড়–কোন, ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ ধারাবাহিকতায় শনিবার লালগালিচার ওপর পা রাখলেন ভারতীয় আরেক সুন্দরী সোনম কাপুর।

যদিও আগে থেকে এ তারকা বলে আসছিলেন কান উৎসবে যোগ দেয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত নন।

জাতীয় পুরস্কারপ্রাপ্তির পর নিজেদের ফ্যাশন হাউস রিসোনের প্রচারণা এবং ছবির কাজ নিয়ে বেশ কিছু দিন ধরে ব্যস্ত সময় যাচ্ছে তার। তাই কানে সাজ নিয়ে খুব একটা প্রস্তুতি গ্রহণ করতে পারেননি তিনি।

কিন্তু রেড কার্পেটে তার উপস্থিতির পরই মিথ্যে হল তার এমন অজুহাত।

বাহারি গাউনে জৌলুস ছড়ালেন তিনি। ল’রিয়েল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কানে জম্পেশ প্রতিনিধিত্ব করে গেলেন এ তারকা। রূপ আর গর্জিয়াস সাজে মাথা ঘুরিয়ে গেলেন সবার। ক্যামেরার ফ্ল্যাশে বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ল সোনমের রূপের মহিমা।