ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ–পার্নো

বছর তিনেক আগে শুটিং শুরু হয়, গত বছরের শুরুতে সেন্সর সনদও পেয়েছিল। নানা জটিলতায় ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমাটি মুক্তি পায়নি। তবে নতুন বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পর খবর দিলেন নির্মাতারা। গতকাল বুধবার ‘বিলডাকিনি’ সিনেমাটির ফেসবুক পেজ থেকে জানানো হয়, চলতি মাসেই ছবিটি মুক্তি পাবে।

নূরুদ্দীন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে ‘বিলডাকিনি’ বানিয়েছেন ফজলুল কবীর। প্রযোজনা করেছেন মমিন খান। সরকারি অনুদানে নির্মিত ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।

এ ছাড়া ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুনসহ প্রমুখ। ছবির শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ‘বিলডাকিনি’তে মোশাররফ করিম আছেন মানিক মাঝির চরিত্রে।

পার্নোর চরিত্রের নাম হানুফা। তিনি গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠান স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণের শিকার হন তিনি। সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাঁকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্পটি।

পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্রের এটি দ্বিতীয় বাংলাদেশি সিনেমা। এর আগে মোস্তফা সরয়ার ফারকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

নির্মাতা বলেন, ‘বিপদগ্রস্ত মানুষের শ্বাসরুদ্ধকর সংগ্রাম, তাদের কষ্ট এবং সম্পর্কের জটিলতার এক কাব্যিক চিত্র রূপায়িত হয়েছে সিনেমায়। আজকের দিনে ভূমিদস্যুর অত্যাচার থেকে মানুষ রক্ষা পাচ্ছে না, একালের নারীরা এখনো নির্যাতনের শিকার, সহায়হীন মানুষের আহাজারি চারদিকে। তবু এই অসমতল পৃথিবীতে মানুষ আশায় বুক বেঁধে নতুন স্বপ্নের সিঁড়ি বেয়ে ভালোবাসার শক্তিতে বাঁচতে চায়। এ ছবির মাধ্যমে দর্শকেরা সেই বাস্তবতার মুখোমুখি হবে।’
জানুয়ারির শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প নিয়ে আসছেন মোশাররফ–পার্নো

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

বছর তিনেক আগে শুটিং শুরু হয়, গত বছরের শুরুতে সেন্সর সনদও পেয়েছিল। নানা জটিলতায় ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমাটি মুক্তি পায়নি। তবে নতুন বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পর খবর দিলেন নির্মাতারা। গতকাল বুধবার ‘বিলডাকিনি’ সিনেমাটির ফেসবুক পেজ থেকে জানানো হয়, চলতি মাসেই ছবিটি মুক্তি পাবে।

নূরুদ্দীন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে ‘বিলডাকিনি’ বানিয়েছেন ফজলুল কবীর। প্রযোজনা করেছেন মমিন খান। সরকারি অনুদানে নির্মিত ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও কলকাতার পার্নো মিত্র।

এ ছাড়া ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুনসহ প্রমুখ। ছবির শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ‘বিলডাকিনি’তে মোশাররফ করিম আছেন মানিক মাঝির চরিত্রে।

পার্নোর চরিত্রের নাম হানুফা। তিনি গল্পের প্রধান চরিত্র। খুনের দায়ে তাঁর স্বামীকে জেলে পাঠান স্থানীয় চেয়ারম্যান। ধর্ষণের শিকার হন তিনি। সন্তানসম্ভবা হয়ে পড়লে সমাজে একঘরে করে রাখা হয় তাঁকে। হানুফার পাশে দাঁড়ায় মানিক মাঝি। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছে গল্পটি।

পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্রের এটি দ্বিতীয় বাংলাদেশি সিনেমা। এর আগে মোস্তফা সরয়ার ফারকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

নির্মাতা বলেন, ‘বিপদগ্রস্ত মানুষের শ্বাসরুদ্ধকর সংগ্রাম, তাদের কষ্ট এবং সম্পর্কের জটিলতার এক কাব্যিক চিত্র রূপায়িত হয়েছে সিনেমায়। আজকের দিনে ভূমিদস্যুর অত্যাচার থেকে মানুষ রক্ষা পাচ্ছে না, একালের নারীরা এখনো নির্যাতনের শিকার, সহায়হীন মানুষের আহাজারি চারদিকে। তবু এই অসমতল পৃথিবীতে মানুষ আশায় বুক বেঁধে নতুন স্বপ্নের সিঁড়ি বেয়ে ভালোবাসার শক্তিতে বাঁচতে চায়। এ ছবির মাধ্যমে দর্শকেরা সেই বাস্তবতার মুখোমুখি হবে।’
জানুয়ারির শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’।