সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শুরু হয়ে গেছে একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি। গত নির্বাচনে এ আসনটিতে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া সাংসদ নির্বাচিত হন। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান নতুন জোট ঘোষণা করায় পাল্টে যাচ্ছে সব হিসেব-নিকাশ।
আওয়ামী লীগ মনোয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন একাধিক প্রার্থী। বিএনপি নির্বাচনে গেলে এ আসন থেকে প্রার্থী হবেন নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক বর্তমান সাংসদ ইয়াহিয়া চৌধুরী এহিয়া প্রার্থী হবেন বলে জানা গেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানকে ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াহিয়া চৌধুরী এহিয়া। লাঙ্গল প্রতীকে এহিয়া পান ৪৮ হাজার ১৫৭ ভোট আর মুহিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পান ১৭ হাজার ৩৮৯ ভোট।
নবম সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তখনকার যুক্তরাজ্য ফেরত আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী। অনেকটা চমক সৃষ্টি করেই নির্বাচনে জিতে যান তিনি।
সে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে শফিকুর রহমান চৌধুরী পান ১ লক্ষ ৮ হাজার ২৮০ ভোট। আর ইলিয়াস আলী পান ১ লক্ষ ৫ হাজার ১০৬ ভোট।
গত নির্বাচনে মহাজোটের স্বার্থে দলের হাই কমান্ডের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে আসটি ছেড়ে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী এহিয়াকে।
এবারের নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দুই ‘চৌধুরী’ রয়েছেন আলোচনায়। এদের একজন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, অন্যজন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্যে বসবাসরত বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার অত্যান্ত কাছের মানুষ হিসেবেই তিনি পরিচিত।
বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন পেলে নির্বাচন করবেন বলেও ঘোষণা দিচ্ছেন আনোয়ারুজ্জামান। ঘন ঘন দেশে এসে মানুষের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে ও এলাকার সাধারণ মানুষের কাছে যেতে সভা-বৈঠকে অংশ নিচ্ছেন।
আওয়ামী লীগে একাধিক মনোনয়র প্রত্যাশী থাকলেও বিএনপিতে নতুন মুখ আসছে, এটা নিশ্চিত।
‘নিখোঁজ’ ইলিয়াস আলী ছিলেন এ আসনের বিএনপির সাংসদ। বর্তমানে তাঁর স্ত্রী তাহসিনা রুশদী লুনাই আছেন দলীয় মনোনয়ন পাওয়ার দৌঁড়ে। বিএনপি নির্বাচনে গেলে তাহসিনাই দলীয় মনোনয়ন পাবেন বলে মনে করছেন নেতা-কর্মীরা। তবে এ আসনে প্রার্থী হতে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত হুমায়ুন কবির যুক্তরাজ্যে লবিং চালিয়ে যাচ্ছেন বলে জানান।
এছাড়া জাতীয় পার্টির দুই মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন মাঠে। বর্তমান সাংসদ ইয়াহিয়া চৌধুরী এহিয়ার পাশাপাশি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীও আগ্রহী।