ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে আ.লীগ সাংসদদের তোপের মুখে অর্থমন্ত্রী মুহিত

ব্যাংকে এক লাখ টাকার বেশি জমা থাকলে আবগারি শুল্ক বাড়াতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবের সমালোচনায় মুখর হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা।

প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় অংশ নিতে গিয়ে বেশ কয়েকজন সংসদ সদস্য এই প্রস্তাব ফিরিয়ে নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদের মধ্যে আছেন একজন মন্ত্রীও।

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যেখানে চার লক্ষ কোটি টাকার ওপর বাজেট, সেখানে এক লক্ষ টাকার ওপর করারোপ করা কখনই সমীচীন বলে মনে করি না।’

কুমিল্লার চান্দিনার আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আশরাফের বক্তব্য


আরও ধারালো। তিনি বলেন, ‘কয় টাকা পাবেন, আতঙ্ক তো ধরিয়ে দিলেন।…মেহেরবানি করে এই বিষয়ে দৃষ্টি দেন।’

জয়পুরহাটের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, অর্থমন্ত্রীকে বলব, আগের অবস্তায় ফিরে যান, নইলে মানুষ ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হবে।’

ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ‘সামান্য একটু লাভের জন্য সারাদেশের মানুষকে বিমুখ করার মানে হয় না।’

গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। এতে তিনি এক লাখ টাকার ঊর্ধ্ব থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবে আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ করার প্রস্তাব করেছেন।

একইভাবে ১০ লাখ ঊর্ধ্ব থেকে এক কোটি টাকা পর্যন্ত দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা, তৃতীয় স্তরে এক কোটির বেশি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা এবং পাঁচ কোটি ঊর্ধ্ব তার বেশি জমার ক্ষেত্রে ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাব নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে অর্থমন্ত্রীর এই প্রস্তাব নিয়েই। আর এই সমালোচনায় এবার যোগ দিলেন সংসদ সদস্যরাও। তারা মনে করেন, এই প্রস্তাব নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আর এ থেকে তেমন বেশি শুল্কও আসবে না।

 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সংসদে আ.লীগ সাংসদদের তোপের মুখে অর্থমন্ত্রী মুহিত

আপডেট টাইম : ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭

ব্যাংকে এক লাখ টাকার বেশি জমা থাকলে আবগারি শুল্ক বাড়াতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবের সমালোচনায় মুখর হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্যরা।

প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় অংশ নিতে গিয়ে বেশ কয়েকজন সংসদ সদস্য এই প্রস্তাব ফিরিয়ে নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদের মধ্যে আছেন একজন মন্ত্রীও।

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যেখানে চার লক্ষ কোটি টাকার ওপর বাজেট, সেখানে এক লক্ষ টাকার ওপর করারোপ করা কখনই সমীচীন বলে মনে করি না।’

কুমিল্লার চান্দিনার আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আশরাফের বক্তব্য


আরও ধারালো। তিনি বলেন, ‘কয় টাকা পাবেন, আতঙ্ক তো ধরিয়ে দিলেন।…মেহেরবানি করে এই বিষয়ে দৃষ্টি দেন।’

জয়পুরহাটের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, অর্থমন্ত্রীকে বলব, আগের অবস্তায় ফিরে যান, নইলে মানুষ ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হবে।’

ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ‘সামান্য একটু লাভের জন্য সারাদেশের মানুষকে বিমুখ করার মানে হয় না।’

গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। এতে তিনি এক লাখ টাকার ঊর্ধ্ব থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবে আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ করার প্রস্তাব করেছেন।

একইভাবে ১০ লাখ ঊর্ধ্ব থেকে এক কোটি টাকা পর্যন্ত দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা, তৃতীয় স্তরে এক কোটির বেশি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা এবং পাঁচ কোটি ঊর্ধ্ব তার বেশি জমার ক্ষেত্রে ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাব নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে অর্থমন্ত্রীর এই প্রস্তাব নিয়েই। আর এই সমালোচনায় এবার যোগ দিলেন সংসদ সদস্যরাও। তারা মনে করেন, এই প্রস্তাব নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আর এ থেকে তেমন বেশি শুল্কও আসবে না।