ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ন্যাশনাল আইডি ছাড়া বিসিএসে আবেদন নয়

ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮তম বিসিএসে আবেদন করা যাবে না বলে জানালেন সরকারি কর্ম কমিশন-পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

মোহাম্মদ সাদিক জানান, ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুতি প্রায় শেষ। আসছে সপ্তাহে না হলেও পরের সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বিসিএসে ক্যাডার পদে ২১শ’ প্রার্থী নিয়োগ করা হবে।

তিনি জানান, বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য তথ্য চাওয়া হতো। এখন থেকে জাতীয় পরিচয়পত্র নম্বরও চাওয়া হবে।

ন্যাশনাল আইডি নম্বর ছাড়া কারো আবেদন অনুমোদন করা হবে না উল্লেখ করে তিনি জানান, এখন সবকিছুতেই এটা লাগে। যার এটা নেই তিনি কীভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ আশা করেন?

পিএসসি চেয়ারম্যান জানান, এ বিসিএসে বাংলার পাশাপাশি ইংরেজিতেও প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় যেকোনো ভাষাতেই উত্তর লেখা যাবে। একইভাবে মূল্যায়ন করা হবে।

তিনি আরো জানান, লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর(প্রথম ও দ্বিতীয়পত্র) মধ্যে আলাদা করে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতদিন বাংলায় ২০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয়াবলীতে ২০০, আন্তর্জাতিক বিষয়াবলীতে ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ন্যাশনাল আইডি ছাড়া বিসিএসে আবেদন নয়

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭

ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮তম বিসিএসে আবেদন করা যাবে না বলে জানালেন সরকারি কর্ম কমিশন-পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।

মোহাম্মদ সাদিক জানান, ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুতি প্রায় শেষ। আসছে সপ্তাহে না হলেও পরের সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বিসিএসে ক্যাডার পদে ২১শ’ প্রার্থী নিয়োগ করা হবে।

তিনি জানান, বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য তথ্য চাওয়া হতো। এখন থেকে জাতীয় পরিচয়পত্র নম্বরও চাওয়া হবে।

ন্যাশনাল আইডি নম্বর ছাড়া কারো আবেদন অনুমোদন করা হবে না উল্লেখ করে তিনি জানান, এখন সবকিছুতেই এটা লাগে। যার এটা নেই তিনি কীভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ আশা করেন?

পিএসসি চেয়ারম্যান জানান, এ বিসিএসে বাংলার পাশাপাশি ইংরেজিতেও প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষায় যেকোনো ভাষাতেই উত্তর লেখা যাবে। একইভাবে মূল্যায়ন করা হবে।

তিনি আরো জানান, লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর(প্রথম ও দ্বিতীয়পত্র) মধ্যে আলাদা করে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতদিন বাংলায় ২০০, ইংরেজিতে ২০০, বাংলাদেশ বিষয়াবলীতে ২০০, আন্তর্জাতিক বিষয়াবলীতে ১০০, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতায় ১০০ এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিতে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হতো।