ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নামের শেষে ‘খান’ ‘চৌধুরী’ ইত্যাদি ব্যবহারের বিধান কী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  উত্তর দিয়েছেন মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

রফিকুল ইসলাম (ফয়সাল) সোনাগাজী, ফেনী

প্রশ্ন : কেউ নামের শেষে ‘খান’ বা ‘চৌধুরী’ কিংবা তালুকদার শব্দ ব্যবহার করছে অথচ সে খান বা চৌধুরী কিংবা তালুকদার নয়। এভাবে বিশেষ প্রয়োজনে নিজের বংশ পাল্টানো অর্থাৎ বাপ-দাদার নাম বদলিয়ে অন্য কোনো নামের সঙ্গে সম্পৃক্ত করে নিজের বংশ পরিচয় দেয়া যাবে কি?

উত্তর : বাবা ছাড়া অন্য কারও নামের সঙ্গে সম্পৃক্ত করে নিজের বংশ পরিচয় দেয়া হারাম। হাদিস শরিফে এ বিষয়ে ভীষণ কঠোরতা এসেছে। এ ধরনের লোকদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র: মুসলিম শরিফ: হাদিস নং ১৩৭০, ফতোয়ায়ে মাহমুদিয়া: খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪১৮।

এনায়েত করিম সুমন, কানাডা

প্রশ্ন : মসজিদে বিবাহের আয়োজন করা কি জায়েজ?

উত্তর : মসজিদে বিবাহ সম্পন্ন করা মুস্তাহাব। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসূল করিম (সা.) বলেন, ‘তোমরা বিবাহের ঘোষণা করো এবং তা মসজিদে সম্পন্ন করো’। এ হাদিসের আলোকে ইসলামিক স্কলাররা বলেন, মসজিদে বিবাহ সম্পন্ন করা মুস্তাহাব।

তথ্যসূত্র : তিরমিজি শরিফ : হাদিস নং-১০৮৯, ফতোয়ায়ে আলমগিরি : খণ্ড-৫, পৃষ্ঠা-৩২১।

রিনা পারভীন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া

প্রশ্ন : মহিলারা কি পিরিয়ডের সময় কোরআন শরিফ তেলাওয়াত করতে পারবে? এবং সকাল-সন্ধ্যার বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া-দরুদ ও জিকির করতে পারবে?

উত্তর : মহিলাদের পিরিয়ডের সময় কোরআন শরিফ তেলাওয়াত করা ঠিক নয়। অবশ্য সকাল-সন্ধ্যার দোয়া-দরুদ ও জিকির করতে কোনো সমস্যা নেই। আলেমদের মতামত হল- যার পিরিয়ড হচ্ছে, তার জন্য প্রত্যেক নামাজের সময় অজু করে ঘরের নামাজের স্থানে নামাজ পড়ার সমপরিমাণ সময় বসে দোয়া-দরুদ ও জিকির-আজকার করা মুস্তাহাব।

তথ্যসূত্র : বোখারি শরিফ : হাদিস নং ২৫৬, ফতোয়ায়ে আলমগিরি : খণ্ড : ১, পৃষ্ঠা : ৩০৯, মারাকিউল ফালাহ : খণ্ড : ১, পৃষ্ঠা : ৭৭।

প্রশ্ন পাঠানোর ঠিকানা : islam.jugantor@gmail.com

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নামের শেষে ‘খান’ ‘চৌধুরী’ ইত্যাদি ব্যবহারের বিধান কী

আপডেট টাইম : ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  উত্তর দিয়েছেন মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

রফিকুল ইসলাম (ফয়সাল) সোনাগাজী, ফেনী

প্রশ্ন : কেউ নামের শেষে ‘খান’ বা ‘চৌধুরী’ কিংবা তালুকদার শব্দ ব্যবহার করছে অথচ সে খান বা চৌধুরী কিংবা তালুকদার নয়। এভাবে বিশেষ প্রয়োজনে নিজের বংশ পাল্টানো অর্থাৎ বাপ-দাদার নাম বদলিয়ে অন্য কোনো নামের সঙ্গে সম্পৃক্ত করে নিজের বংশ পরিচয় দেয়া যাবে কি?

উত্তর : বাবা ছাড়া অন্য কারও নামের সঙ্গে সম্পৃক্ত করে নিজের বংশ পরিচয় দেয়া হারাম। হাদিস শরিফে এ বিষয়ে ভীষণ কঠোরতা এসেছে। এ ধরনের লোকদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র: মুসলিম শরিফ: হাদিস নং ১৩৭০, ফতোয়ায়ে মাহমুদিয়া: খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪১৮।

এনায়েত করিম সুমন, কানাডা

প্রশ্ন : মসজিদে বিবাহের আয়োজন করা কি জায়েজ?

উত্তর : মসজিদে বিবাহ সম্পন্ন করা মুস্তাহাব। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসূল করিম (সা.) বলেন, ‘তোমরা বিবাহের ঘোষণা করো এবং তা মসজিদে সম্পন্ন করো’। এ হাদিসের আলোকে ইসলামিক স্কলাররা বলেন, মসজিদে বিবাহ সম্পন্ন করা মুস্তাহাব।

তথ্যসূত্র : তিরমিজি শরিফ : হাদিস নং-১০৮৯, ফতোয়ায়ে আলমগিরি : খণ্ড-৫, পৃষ্ঠা-৩২১।

রিনা পারভীন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া

প্রশ্ন : মহিলারা কি পিরিয়ডের সময় কোরআন শরিফ তেলাওয়াত করতে পারবে? এবং সকাল-সন্ধ্যার বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া-দরুদ ও জিকির করতে পারবে?

উত্তর : মহিলাদের পিরিয়ডের সময় কোরআন শরিফ তেলাওয়াত করা ঠিক নয়। অবশ্য সকাল-সন্ধ্যার দোয়া-দরুদ ও জিকির করতে কোনো সমস্যা নেই। আলেমদের মতামত হল- যার পিরিয়ড হচ্ছে, তার জন্য প্রত্যেক নামাজের সময় অজু করে ঘরের নামাজের স্থানে নামাজ পড়ার সমপরিমাণ সময় বসে দোয়া-দরুদ ও জিকির-আজকার করা মুস্তাহাব।

তথ্যসূত্র : বোখারি শরিফ : হাদিস নং ২৫৬, ফতোয়ায়ে আলমগিরি : খণ্ড : ১, পৃষ্ঠা : ৩০৯, মারাকিউল ফালাহ : খণ্ড : ১, পৃষ্ঠা : ৭৭।

প্রশ্ন পাঠানোর ঠিকানা : islam.jugantor@gmail.com