ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইনজামামকে এক কোটি রুপি দেওয়ায় সমালোচনা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও অস্বস্তি বিরাজ করছে পাকিস্তান ক্রিকেটে। শিরোপা জয়ের পর ১ কোটি রুপি দেওয়া হয়েছিল প্রধান নির্বাচক ইনজামাম উল হককে। আর এ নিয়েই পাকিস্তান ক্রিকেটে চলছে সমালোচনার ঝড়। এমন ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম, ‘প্রধান নির্বাচককে এত টাকা দেওয়ার কোনও মানে হয় না। যেখানে বাকি কোচিং স্টাফ আর হেড কোচকে দেওয়া হয়েছে ৫০ লাখ করে।’

ইনজামামকে ১ কোটি রুপি দিলেও ১০ লাখ করে পেয়েছেন বাকি নির্বাচকরা। এ নিয়েও প্রশ্ন তুলেছেন ইকবাল কাশিম, ‘টাকা বণ্টনে এমন বৈষম্য কেন? যেখানে প্রধান নির্বাচককে একরকম দেওয়া হয়েছে, বাকি নির্বাচকদের দেওয়া হয়েছে অন্যরকমভাবে।’
ইকবাল কাশিমের সঙ্গে একই গলায় সুর মিলিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মোহসিন খান। তিনি ইনজামামকে এত টাকা দেওয়ার সমালোচনা করতে গিয়ে এভাবেই মন্তব্য করেন, ‘ইংল্যান্ডে সফর করেও কোচ পান অর্ধেক টাকা আর সফর না করে নির্বাচক পান দ্বিগুণ। বিষয়টা আসলেই বোধগম্য না।’

তিনি আরও যোগ করেন, ‘দল ভালো করাতে প্রধান নির্বাচককে যদি এত টাকা দেওয়া হয়। তাহলে একই সংখ্যক টাকা উন্নয়ন খাতে ব্যয় করা উচিত।’ বাংলাট্রিবিউন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ইনজামামকে এক কোটি রুপি দেওয়ায় সমালোচনা

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও অস্বস্তি বিরাজ করছে পাকিস্তান ক্রিকেটে। শিরোপা জয়ের পর ১ কোটি রুপি দেওয়া হয়েছিল প্রধান নির্বাচক ইনজামাম উল হককে। আর এ নিয়েই পাকিস্তান ক্রিকেটে চলছে সমালোচনার ঝড়। এমন ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে সাবেক প্রধান নির্বাচক ইকবাল কাশিম, ‘প্রধান নির্বাচককে এত টাকা দেওয়ার কোনও মানে হয় না। যেখানে বাকি কোচিং স্টাফ আর হেড কোচকে দেওয়া হয়েছে ৫০ লাখ করে।’

ইনজামামকে ১ কোটি রুপি দিলেও ১০ লাখ করে পেয়েছেন বাকি নির্বাচকরা। এ নিয়েও প্রশ্ন তুলেছেন ইকবাল কাশিম, ‘টাকা বণ্টনে এমন বৈষম্য কেন? যেখানে প্রধান নির্বাচককে একরকম দেওয়া হয়েছে, বাকি নির্বাচকদের দেওয়া হয়েছে অন্যরকমভাবে।’
ইকবাল কাশিমের সঙ্গে একই গলায় সুর মিলিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মোহসিন খান। তিনি ইনজামামকে এত টাকা দেওয়ার সমালোচনা করতে গিয়ে এভাবেই মন্তব্য করেন, ‘ইংল্যান্ডে সফর করেও কোচ পান অর্ধেক টাকা আর সফর না করে নির্বাচক পান দ্বিগুণ। বিষয়টা আসলেই বোধগম্য না।’

তিনি আরও যোগ করেন, ‘দল ভালো করাতে প্রধান নির্বাচককে যদি এত টাকা দেওয়া হয়। তাহলে একই সংখ্যক টাকা উন্নয়ন খাতে ব্যয় করা উচিত।’ বাংলাট্রিবিউন