ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বাইরে সাকিবের যে রেকর্ড এখন মিরাজের

বাংলাদেশের বোলার হিসেবে সব ফরম্যাটেই শীর্ষে রয়েছে সাকিব আল হাসান। এই তারকা দীর্ঘ সময় ধরে দেশের মাটি ও বিদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারের রেকর্ডও নিজের দখলেই রেখেছিলেন। কিন্তু ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গত মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন তাইজুল ইসলামের কাছে হারান সাকিব। এবার বিদেশের রেকর্ডটিও মেহেদী হাসান মিরাজের কাছে হারালেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন মিরাজ। যার প্রথমটি শিকার করেই তিনি ছাড়িয়ে গেছেন পূর্বসূরি সাকিবকে। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন মিরাজ। ২৫ ম্যাচে ৪০.৬৯ গড়ে ৮৫ উইকেট শিকার করেছেন মিরাজ।

মিরাজের চেয়ে একটি টেস্ট বেশি খেলে ৮৩ উইকেট শিকার করেছেন সাকিব। তবে এই বাঁহাতি স্পিনার উইকেট শিকার করেছেন মিরাজের চেয়ে অনেক কম গড়ে। ৩৩.২৮ গড়ে উইকেট শিকারই বলে দেয় দেশের মতো দেশের বাইরেও বেশ কার্যকরী ছিলেন সাকিব।

এদিকে দেশের বাইরে এই দুজনেরই শুধু পঞ্চাশের অধিক টেস্ট উইকেট আছে। তৃতীয় স্থানে থাকা তাইজুল ইসলাম ১৫ টেস্টে শিকার করেছেন ৪১ উইকেট। ১৪ টেস্টে ৪১ উইকেট শিকার করে পেসারদের মধ্যে সবার ওপরে তাসকিন আহমেদ। ১৫ টেস্টে ৩৪ উইকেট শিকার করে পাঁচ নম্বরে মোহাম্মদ রফিক।

তাইজুলের দখলে দেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা। এই বাঁহাতির শিকার ১৭০ উইকেট। ১৬৩ উইকেট নিয়ে দুইয়ে সাকিব। দেশের ভেতরে ১০০ উইকেট আছে মিরাজেরও।

তবে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ধরে রেখেছেন সাকিব। ৭১ টেস্টে ৩১.৭২ গড়ে ২৪৬ উইকেট সাকিবের। ৫০ টেস্টে ৩২.২৯ গড়ে ২১১ উইকেট নিয়ে দুইয়ে তাইজুল। বাংলাদেশের এই দুই বোলারেরই শুধু দুই শতাধিক উইকেটের রেকর্ড আছে। তাইজুলের সমান টেস্টে ১৮৯ উইকেট নিয়ে তিনে মিরাজ। আরেক বাঁহাতি মোহাম্মদ রফিকের টেস্টে উইকেট সংখ্যা কাটায় কাটায় ১০০।

পেসারদের মধ্যে ৩৬ টেস্টে ৭৮ উইকেট শিকার করে সবার ওপরে মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে খেলছেন এমন পেসারদের মধ্যে সর্বোচ্চ ৪৬ উইকেট তাসকিন আহমেদের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দেশের বাইরে সাকিবের যে রেকর্ড এখন মিরাজের

আপডেট টাইম : এক ঘন্টা আগে

বাংলাদেশের বোলার হিসেবে সব ফরম্যাটেই শীর্ষে রয়েছে সাকিব আল হাসান। এই তারকা দীর্ঘ সময় ধরে দেশের মাটি ও বিদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারের রেকর্ডও নিজের দখলেই রেখেছিলেন। কিন্তু ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গত মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন তাইজুল ইসলামের কাছে হারান সাকিব। এবার বিদেশের রেকর্ডটিও মেহেদী হাসান মিরাজের কাছে হারালেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন মিরাজ। যার প্রথমটি শিকার করেই তিনি ছাড়িয়ে গেছেন পূর্বসূরি সাকিবকে। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন মিরাজ। ২৫ ম্যাচে ৪০.৬৯ গড়ে ৮৫ উইকেট শিকার করেছেন মিরাজ।

মিরাজের চেয়ে একটি টেস্ট বেশি খেলে ৮৩ উইকেট শিকার করেছেন সাকিব। তবে এই বাঁহাতি স্পিনার উইকেট শিকার করেছেন মিরাজের চেয়ে অনেক কম গড়ে। ৩৩.২৮ গড়ে উইকেট শিকারই বলে দেয় দেশের মতো দেশের বাইরেও বেশ কার্যকরী ছিলেন সাকিব।

এদিকে দেশের বাইরে এই দুজনেরই শুধু পঞ্চাশের অধিক টেস্ট উইকেট আছে। তৃতীয় স্থানে থাকা তাইজুল ইসলাম ১৫ টেস্টে শিকার করেছেন ৪১ উইকেট। ১৪ টেস্টে ৪১ উইকেট শিকার করে পেসারদের মধ্যে সবার ওপরে তাসকিন আহমেদ। ১৫ টেস্টে ৩৪ উইকেট শিকার করে পাঁচ নম্বরে মোহাম্মদ রফিক।

তাইজুলের দখলে দেশের মাঠে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা। এই বাঁহাতির শিকার ১৭০ উইকেট। ১৬৩ উইকেট নিয়ে দুইয়ে সাকিব। দেশের ভেতরে ১০০ উইকেট আছে মিরাজেরও।

তবে দেশ ও বিদেশ মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ধরে রেখেছেন সাকিব। ৭১ টেস্টে ৩১.৭২ গড়ে ২৪৬ উইকেট সাকিবের। ৫০ টেস্টে ৩২.২৯ গড়ে ২১১ উইকেট নিয়ে দুইয়ে তাইজুল। বাংলাদেশের এই দুই বোলারেরই শুধু দুই শতাধিক উইকেটের রেকর্ড আছে। তাইজুলের সমান টেস্টে ১৮৯ উইকেট নিয়ে তিনে মিরাজ। আরেক বাঁহাতি মোহাম্মদ রফিকের টেস্টে উইকেট সংখ্যা কাটায় কাটায় ১০০।

পেসারদের মধ্যে ৩৬ টেস্টে ৭৮ উইকেট শিকার করে সবার ওপরে মাশরাফি বিন মর্তুজা। বর্তমানে খেলছেন এমন পেসারদের মধ্যে সর্বোচ্চ ৪৬ উইকেট তাসকিন আহমেদের।