ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইন উপদেষ্টাকে হেনস্তা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ট্রাম্পের নতুন ‘সীমান্ত জার’ অভিবাসীদের বিরুদ্ধে কতটা কঠোর হবেন জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন যারা প্রাথমিকে শিক্ষার্থীদের খাবার কর্মসূচি চালু করা হবে : উপদেষ্টা উপদেষ্টা ফারুকী-বশিরকে নিয়ে বিতর্ক, যা বললেন মাহফুজ আলম নেতাকর্মীদের রেখে স্বার্থপরের মত পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা অন্তর্বর্তী সরকারই নির্ধারণ করবে: সেনাসদর জলবায়ু সংকট মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এলডিসি’র বৈঠকে যা বললেন ড. ইউনূস

এই কবুতরদের নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বর্তমানে লাখপতি কিংবা কোটিপতি হওয়া খুবই সহজ। এই তালিকায় মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীরাও রয়েছে। ভারতের বিভিন্ন শহরে এমন অনেক লাখপতি-কোটিপতি কবুতরের দেখা মেলে। দেশটির রাজস্থান রাজ্যে এমন বহু লাখপতি-কোটিপতি কবুতর রয়েছে। শুনতে অবাক লাগলেও রাজ্যের নাগৌরের ছোট একটি শহর জাসনগরে এমন লাখপতি কবুতরও রয়েছে।

তাদেরকে বলা হয়, মাল্টিমিলিওনিয়ার কবুতর। কেননা তাদের নামে লাখ লাখ টাকার সম্পদ রয়েছে। সম্পদের সেই তালিকায় রয়েছে কয়েকটি  ২৭টি দোকান। ১২৬ বিঘা জমি। আর ব্যাংকে জমা আছে ৩০ লাখ রুপি। এখানেই শেষ নয়, ওই কবুতরদের মালিকানায় রয়েছে ৪০০টি গোশালা, যেগুলো গড়ে উঠেছে ১০ বিঘা জমির ওপর।

প্রায় ৪০ দশক আগে একজন নতুন শিল্পপতি কবুতরদের নামে কবুতরন ট্রাস্ট গঠন করেন। শিল্পপতি সজ্জনরাজ জৈন এই প্রজেক্টের সূচনা করেন। ওই প্রজেক্ট শুরু হওয়ার পর মানুষজন ট্রাস্টে মুক্তহস্তে দান করতে থাকেন। এখন ওই কবুতরদের মালিকানায় যে গোশালা রয়েছে, সেখানে ৫০০টি গরু রয়েছে।

ভারতের রাজস্থান রাজ্যে এমন বহু লাখপতি-কোটিপতি কবুতর রয়েছে

মানুষজনের এই দান থেকে শহরে ২৭টি দোকান পরিচালিত হচ্ছে, যাতে করে এই কবুতরদের জন্য নিয়মিত খাবার ও পানির জন্য প্রয়োজনীয় টাকা যোগাড় করা যায়। আসলে এই ট্রাস্টের নামকরণই করা হয়েছে কবুতরদের নামে। এজন্য এটাকে কবুতরন ট্রাস্ট বরা হয়।

এসব দোকান থেকে প্রতি মাসে ৮০ হাজার রুপি ভাড়া আসে। জমিও ভাড়া দেয়া হয়েছে। তাই ট্রাস্টে নিয়মিত টাকা জমা পড়ে। আর এসব টাকা ব্যাংকে রেখে দেয়ার পর এখন সেখানে ৩০ লাখ রুপি জমা হয়েছে। গত ৩০ বছর ধরে এভাবেই প্রতিদিন খাবার যোগাড় হচ্ছে এই কবুতরের। গোশালার ব্যয় চলছে ওই টাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আইন উপদেষ্টাকে হেনস্তা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ

এই কবুতরদের নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ

আপডেট টাইম : ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বর্তমানে লাখপতি কিংবা কোটিপতি হওয়া খুবই সহজ। এই তালিকায় মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীরাও রয়েছে। ভারতের বিভিন্ন শহরে এমন অনেক লাখপতি-কোটিপতি কবুতরের দেখা মেলে। দেশটির রাজস্থান রাজ্যে এমন বহু লাখপতি-কোটিপতি কবুতর রয়েছে। শুনতে অবাক লাগলেও রাজ্যের নাগৌরের ছোট একটি শহর জাসনগরে এমন লাখপতি কবুতরও রয়েছে।

তাদেরকে বলা হয়, মাল্টিমিলিওনিয়ার কবুতর। কেননা তাদের নামে লাখ লাখ টাকার সম্পদ রয়েছে। সম্পদের সেই তালিকায় রয়েছে কয়েকটি  ২৭টি দোকান। ১২৬ বিঘা জমি। আর ব্যাংকে জমা আছে ৩০ লাখ রুপি। এখানেই শেষ নয়, ওই কবুতরদের মালিকানায় রয়েছে ৪০০টি গোশালা, যেগুলো গড়ে উঠেছে ১০ বিঘা জমির ওপর।

প্রায় ৪০ দশক আগে একজন নতুন শিল্পপতি কবুতরদের নামে কবুতরন ট্রাস্ট গঠন করেন। শিল্পপতি সজ্জনরাজ জৈন এই প্রজেক্টের সূচনা করেন। ওই প্রজেক্ট শুরু হওয়ার পর মানুষজন ট্রাস্টে মুক্তহস্তে দান করতে থাকেন। এখন ওই কবুতরদের মালিকানায় যে গোশালা রয়েছে, সেখানে ৫০০টি গরু রয়েছে।

ভারতের রাজস্থান রাজ্যে এমন বহু লাখপতি-কোটিপতি কবুতর রয়েছে

মানুষজনের এই দান থেকে শহরে ২৭টি দোকান পরিচালিত হচ্ছে, যাতে করে এই কবুতরদের জন্য নিয়মিত খাবার ও পানির জন্য প্রয়োজনীয় টাকা যোগাড় করা যায়। আসলে এই ট্রাস্টের নামকরণই করা হয়েছে কবুতরদের নামে। এজন্য এটাকে কবুতরন ট্রাস্ট বরা হয়।

এসব দোকান থেকে প্রতি মাসে ৮০ হাজার রুপি ভাড়া আসে। জমিও ভাড়া দেয়া হয়েছে। তাই ট্রাস্টে নিয়মিত টাকা জমা পড়ে। আর এসব টাকা ব্যাংকে রেখে দেয়ার পর এখন সেখানে ৩০ লাখ রুপি জমা হয়েছে। গত ৩০ বছর ধরে এভাবেই প্রতিদিন খাবার যোগাড় হচ্ছে এই কবুতরের। গোশালার ব্যয় চলছে ওই টাকায়।