ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পাখিদের নিরাপদ আবাসস্থল করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে জাবি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। ক্যাম্পাসের     বিভিন্ন স্থানে গাছে মাটির হাঁড়ি বেঁধে কৃত্রিম বাসা স্থাপন করেছেন তারা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো রেজিস্ট্রার ভবন সংলগ্ন ‘মেইন বার্ড’ লেকের পাড়ে গাছগুলোতে কৃত্রিম বাসাগুলো স্থাপন করা হয়।

সরেজমিন দেখা যায়, পুরোনো রেজিস্ট্রার ভবন সংলগ্ন লেকের ধারে প্রায় অর্ধশত গাছে কৃত্রিম বাসা স্থাপন করা হয়েছে।

ভিন্নধর্মী এ উদ্যোগের সঙ্গে যুক্ত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পশুপাখির অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরির কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য কমফোর্টেবল আবাস তৈরি করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস।

ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসবে মেতে উঠেছিল। এর ধারাবাহিকতা যাতে বিশ্ববিদ্যালয়ের ফিরে না আসে সেই কামনা করি। আমরা অবশ্যই উন্নয়নের পক্ষে তবে সেটা অবশ্যই প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস করে নয়। আগামী যেকোনো উন্নয়ন প্রকল্পের পূর্বে অবশ্যই মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে। অপরিকল্পিত উন্নয়নের ফলে পাখিদের নিরাপদ আশ্রয়ের সংকট হয়েছে, আমরা একটি প্রতীকী প্রচেষ্টার মাধ্যমে তার প্রতিবাদ করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রাণ-প্রকৃতির রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

বাসা স্থাপনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ একাধিক ছাত্রদল নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পাখিদের নিরাপদ আবাসস্থল করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে জাবি ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। ক্যাম্পাসের     বিভিন্ন স্থানে গাছে মাটির হাঁড়ি বেঁধে কৃত্রিম বাসা স্থাপন করেছেন তারা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরোনো রেজিস্ট্রার ভবন সংলগ্ন ‘মেইন বার্ড’ লেকের পাড়ে গাছগুলোতে কৃত্রিম বাসাগুলো স্থাপন করা হয়।

সরেজমিন দেখা যায়, পুরোনো রেজিস্ট্রার ভবন সংলগ্ন লেকের ধারে প্রায় অর্ধশত গাছে কৃত্রিম বাসা স্থাপন করা হয়েছে।

ভিন্নধর্মী এ উদ্যোগের সঙ্গে যুক্ত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পশুপাখির অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে বিল্ডিং তৈরির কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য কমফোর্টেবল আবাস তৈরি করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস।

ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসবে মেতে উঠেছিল। এর ধারাবাহিকতা যাতে বিশ্ববিদ্যালয়ের ফিরে না আসে সেই কামনা করি। আমরা অবশ্যই উন্নয়নের পক্ষে তবে সেটা অবশ্যই প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস করে নয়। আগামী যেকোনো উন্নয়ন প্রকল্পের পূর্বে অবশ্যই মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে হবে। অপরিকল্পিত উন্নয়নের ফলে পাখিদের নিরাপদ আশ্রয়ের সংকট হয়েছে, আমরা একটি প্রতীকী প্রচেষ্টার মাধ্যমে তার প্রতিবাদ করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে বিশ্ববিদ্যালয় প্রাণ-প্রকৃতির রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

বাসা স্থাপনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, মনির, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ একাধিক ছাত্রদল নেতাকর্মী।