ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে ২ ভাই নিহত

নরসিংদীর পলাশ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছেন। ঈদের দিন গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬)। তারা করতেতৈল এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে পিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদী এলাকায় যান দুই ভাই রাকিব ও সাকিবসহ কিছু লোক। এ সময় সেখানে বাগ্‌বিতণ্ডার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে গণপিটুনিতে আহত হন সাকিব ও রাকিব।

পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।এর মধ্যে সাকিব নরসিংদী সদর হাসপাতালে এবং ঢামেকে নেওয়ার পথে রাকিব মারা যান।

নিহতদের স্বজনদের অভিযোগ, দাবি করা চাঁদা না দেওয়ায় ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে হত্যা করেছে।

জানতে চাইলে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চোর সন্দেহে একজনকে ভোরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজন ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

ওসি আরও বলেন, ‘আমরা চাঁদাবাজির কোনো তথ্য পাইনি। তবে তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না।’

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনিতে ২ ভাই নিহত

আপডেট টাইম : ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

নরসিংদীর পলাশ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছেন। ঈদের দিন গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬)। তারা করতেতৈল এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে পিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদী এলাকায় যান দুই ভাই রাকিব ও সাকিবসহ কিছু লোক। এ সময় সেখানে বাগ্‌বিতণ্ডার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে গণপিটুনিতে আহত হন সাকিব ও রাকিব।

পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।এর মধ্যে সাকিব নরসিংদী সদর হাসপাতালে এবং ঢামেকে নেওয়ার পথে রাকিব মারা যান।

নিহতদের স্বজনদের অভিযোগ, দাবি করা চাঁদা না দেওয়ায় ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে হত্যা করেছে।

জানতে চাইলে নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চোর সন্দেহে একজনকে ভোরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজন ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

ওসি আরও বলেন, ‘আমরা চাঁদাবাজির কোনো তথ্য পাইনি। তবে তদন্ত করে দেখছি এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না।’

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।