ঢাকা ১২:৫১:১১ এএম, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পটিয়ায় সেপটিক ট্যাংক থেকে বাবার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কোরবান আলী বাড়ির নিহতের ঘরের পাশে সেপটিক ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উদ্ধার করে থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরুল হক পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী। ২-৩ দিন আগে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। নিহতের ছেলে মো বাবলুর মারধরের কারণে নুরুল হকের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। প্রায় সময় নিহতের পুত্র মো. বাবলু তার বাবা-মাকে মারধর করে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। এছাড়া গত ২/৩ দিন ধরে নিহতের ঘর থেকে দুর্গন্ধের সূত্র ধরে বাথরুমের সেপটিক ট্যাংক চেক করতে গিয়ে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে তারা পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল জাহেদ নাজমুল নুর বলেন, ‘খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতালের প্রেরণ করা হয়। লাশের শরীরে পচন ধরেছে। ধারনা করা হচ্ছে, তাকে ২-৩ দিন আগে মেরে লাশটি ফেলে দেয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত চলছে ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পটিয়ায় সেপটিক ট্যাংক থেকে বাবার মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

চট্টগ্রামে পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কোরবান আলী বাড়ির নিহতের ঘরের পাশে সেপটিক ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উদ্ধার করে থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরুল হক পেশায় একজন স্ক্র্যাপ ব্যবসায়ী। ২-৩ দিন আগে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। নিহতের ছেলে মো বাবলুর মারধরের কারণে নুরুল হকের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। প্রায় সময় নিহতের পুত্র মো. বাবলু তার বাবা-মাকে মারধর করে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। এছাড়া গত ২/৩ দিন ধরে নিহতের ঘর থেকে দুর্গন্ধের সূত্র ধরে বাথরুমের সেপটিক ট্যাংক চেক করতে গিয়ে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে তারা পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল জাহেদ নাজমুল নুর বলেন, ‘খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতালের প্রেরণ করা হয়। লাশের শরীরে পচন ধরেছে। ধারনা করা হচ্ছে, তাকে ২-৩ দিন আগে মেরে লাশটি ফেলে দেয়। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত চলছে ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।’