ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় নিচ্ছে উইন্ডোজ ফোন

বাঙালী কণ্ঠ ণিউজঃ  মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮.১-এ সমর্থন বন্ধ করেছে। ৩ বছর আগে এ অপারেটিং সিস্টেম চালু করে প্রতিষ্ঠানটি। এ অপারেটিং সিস্টেমে সমর্থন বন্ধ করায় উইন্ডোজ ফোন যুগেরই শেষ দেখছেন অনেকে। এখনও লাখো ফোনে এই ওএসে চলছে।

অনেকের ধারণা, এক বছরেরও বেশি সময় আগে উইন্ডোজ ফোনের বিদায় হয়েছে।
অ্যাডডুপ্লেক্সের হিসাব মতে, প্রায় ৮০ শতাংশ উইন্ডোজচালিত ফোন এখনও উইন্ডোজ ফোন ৭, উইন্ডোজ ফোন ৮ বা উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমে চলছে। এবার আনুষ্ঠানিকভাবে এ ডিভাইসগুলোয় আপডেট বন্ধ করেছে মাইক্রোসফট।
মাত্র ২০ শতাংশ ডিভাইস সর্বশেষ উইন্ডোজ ১০ মোবাইল ওএসে চলছে বলে এক প্রতিবেদনে বলা হয়।
উইন্ডোজ ফোন ৮ থেকে ৮.১ আপডেট ছিল প্রতিষ্ঠানের বড় আপডেটগুলোর একটি। এতে প্রথম মাইক্রোসফটের ভয়েস অ্যাসিসটেন্ট সেবা যোগ করার পাশাপাশি ইউআই-এ বেশকিছু পরিবর্তন আনা হয়।
স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি উইন্ডোজ। বর্তমান বাজারের ৯৯.৬ শতাংশ স্মার্টফোন চলছে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। ফলে লুমিয়া ব্র্যান্ডেড স্মার্টফোন তৈরিও বাদ দিয়েছে মাইক্রোসফট।
এখন পর্যন্ত উইন্ডোজ ১০ মোবাইল সংস্করণের জন্য আপডেট দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে ভবিষ্যতে তারা এতে সমর্থন চালু রাখবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
উইন্ডোজ ফোন ৮ ডিভাইসে আপডেট এনেছে মাইক্রোসফট। কিন্তু এতে উইন্ডোজ ১০ মোবাইল ক্রিয়েটরস আপডেটের খুব কম ফিচারই যোগ করা হয়েছে।
অন্যদিকে পিসির জন্য উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেটে বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সূত্র : প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিদায় নিচ্ছে উইন্ডোজ ফোন

আপডেট টাইম : ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ ণিউজঃ  মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮.১-এ সমর্থন বন্ধ করেছে। ৩ বছর আগে এ অপারেটিং সিস্টেম চালু করে প্রতিষ্ঠানটি। এ অপারেটিং সিস্টেমে সমর্থন বন্ধ করায় উইন্ডোজ ফোন যুগেরই শেষ দেখছেন অনেকে। এখনও লাখো ফোনে এই ওএসে চলছে।

অনেকের ধারণা, এক বছরেরও বেশি সময় আগে উইন্ডোজ ফোনের বিদায় হয়েছে।
অ্যাডডুপ্লেক্সের হিসাব মতে, প্রায় ৮০ শতাংশ উইন্ডোজচালিত ফোন এখনও উইন্ডোজ ফোন ৭, উইন্ডোজ ফোন ৮ বা উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমে চলছে। এবার আনুষ্ঠানিকভাবে এ ডিভাইসগুলোয় আপডেট বন্ধ করেছে মাইক্রোসফট।
মাত্র ২০ শতাংশ ডিভাইস সর্বশেষ উইন্ডোজ ১০ মোবাইল ওএসে চলছে বলে এক প্রতিবেদনে বলা হয়।
উইন্ডোজ ফোন ৮ থেকে ৮.১ আপডেট ছিল প্রতিষ্ঠানের বড় আপডেটগুলোর একটি। এতে প্রথম মাইক্রোসফটের ভয়েস অ্যাসিসটেন্ট সেবা যোগ করার পাশাপাশি ইউআই-এ বেশকিছু পরিবর্তন আনা হয়।
স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি উইন্ডোজ। বর্তমান বাজারের ৯৯.৬ শতাংশ স্মার্টফোন চলছে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। ফলে লুমিয়া ব্র্যান্ডেড স্মার্টফোন তৈরিও বাদ দিয়েছে মাইক্রোসফট।
এখন পর্যন্ত উইন্ডোজ ১০ মোবাইল সংস্করণের জন্য আপডেট দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে ভবিষ্যতে তারা এতে সমর্থন চালু রাখবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
উইন্ডোজ ফোন ৮ ডিভাইসে আপডেট এনেছে মাইক্রোসফট। কিন্তু এতে উইন্ডোজ ১০ মোবাইল ক্রিয়েটরস আপডেটের খুব কম ফিচারই যোগ করা হয়েছে।
অন্যদিকে পিসির জন্য উইন্ডোজ ১০ ফল ক্রিয়েটরস আপডেটে বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সূত্র : প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ