বাঙালী কণ্ঠ নিউজঃ দলকে দুবার ট্রফি এনে দিয়েছেন তিনি। তাই অন্যান্য ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক নিয়ে যাই সিদ্ধান্ত নিক না কেন, নেতা হিসেবে চেন্নাই সুপার কিংসের প্রথম পছন্দ ক্যাপ্টেন কুলই। দু’বছরের নির্বাসন কাটিয়ে ফের আইপিএলে ফিরতে চলেছে চেন্নাই। আর ফেরার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ধোনিকে কোচ করার কথা জানিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। এবার অভিনব কায়দায় ধোনি নিজেই জানিয়ে দিলেন, আইপিএলে ফের চেন্নাইয়ের নেতা হিসেবেই মাঠে নামবেন তিনি।
২০১৩ আইপিএল-এ ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েছিল দুই ফ্র্যাঞ্চাইজি রাজস্থান ও চেন্নাইয়ের। যার ফলে ওই দুই দলকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়। মালিক রাজ কুন্দ্রা
ও মায়াপ্পনকে ক্রিকেটের সবরকম কার্যকলাপ থেকে আজীবন নির্বাসিত করা হয়। ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন শ্রীসন্থ-সহ তিন ক্রিকেটারও।
শুক্রবার অবশেষে সেই শাস্তির মেয়াদ শেষ হয়েছে। ২০১৮-র আইপিএলের একাদশ মরশুমে প্রত্যাবর্তন করতে চলেছে দুই দল। নিজেদের দ্বিতীয় ইনিংসের জন্য দুই দলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। এদিকে, দুই দল কামব্যাক করায় বিদায় নেওয়ার কথা পুণে এবং গুজরাট ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের দুটি মরশুমে নিজেদের দলকে না পেয়ে বেশ হতাশই হয়ে পড়েছিলেন চেন্নাই সমর্থকরা। আর চেন্নাই না থাকায় পুণের জার্সি গায়েই মাঠে নেমেছিলেন মাহি। কিন্তু গত মরশুমে তাঁকে নেতার পদ থেকে সরিয়ে স্টিভ স্মিথকে বসিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা। জানিয়েছিলেন, আইপিএলে ইয়ং ক্যাপ্টেন চান তিনি। তবে মাহির প্রতি চেন্নাইয়ের ভরসা যে এখনও অক্ষুণ্ন, তা স্পষ্ট।
শুক্রবার নিজের পুরনো দলের নির্বাসন উঠে যেতেই ধোনিকেও দেখা গেল পুরনো মেজাজে। চেন্নাইয়ের একটি স্পেশাল জার্সি গায়ে চাপিয়ে ধোনির ছবি সোশ্যাল সাইটে পোস্ট করল তাঁর দল। যাতে তাঁর লাকি সাত নম্বরের নিচে লেখা ‘তালা’। তামিল এই শব্দের অর্থ নেতা। অর্থাৎ তিনিই যে অধিনায়ক হতে চলেছেন, সে নিয়ে আর কোনও সন্দেহ রইল না। পাশাপাশি পরের আইপিএলেও যে তাঁকে ব্যাট হাতে দেখা যাবে, সে বিষয়েও নিশ্চিত হলেন ধোনি-ভক্তরা।