ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন

স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। গুরুত্বপূর্ণ কাজের সময় যেটি অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কোনো কোনো সময় প্রতিটি অ্যাপসে ঢোকার সময়েই দেখতে পাওয়া যায় এ বিজ্ঞাপন।

আবার হয়তো কার্টুন দেখার জন্য শিশুর হাতে ফোনটি দিলেন, এমন সময় চলে এলো অ্যাডাল্ট কোনো পোস্টার, যা সত্যিই বিব্রতকর। কীভাবে এ বিব্রতকর বিজ্ঞাপন বন্ধ করা যায়, আজকের টিপসে তা নিয়ে আয়োজন।

স্মার্টফোনের ব্র্যান্ড ও মডেলভেদে এই বিজ্ঞাপন বন্ধের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা থাকতে পারে। তবে সাধারণ কিছু পদ্ধতি অনুসরণ করেই এই যন্ত্রণা থেকে চিরমুক্তি পাওয়া সম্ভব। এ জন্য প্রথমে মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। সেখান থেকে গুগলে প্রবেশ করতে হবে। সেখানে>অ্যাডস<অপশনটি বাছাই করতে হবে।

গুগলের অ্যাডস অপশন থেকে>পারসোনালাইজড<নামের অপশনে ক্লিক করতে হবে। সেখানে>ইউর অ্যাডভারটাইজিং আইডি<নামে আরেকটি অপশন রয়েছে, সেটি রিসেট করে ফেলতে হবে। এতে ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। ফলে আর বিজ্ঞাপন বা অনাকাঙ্ক্ষিত পপ-আপ দেখতে হবে না।

এ ছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে। মোবাইল ফোনের সেটিংসে>কানেকশন অ্যান্ড শেয়ারিং<অপশন থেকে>প্রাইভেট ডিএনএস<অপশনে প্রবেশ করতে হবে। সেখানে আরও অনেক অপশনের মধ্যে>প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম<ক্লিক করতে হবে। সেখানে dns.adguard.com লিখে সেভ করতে হবে। তাহলেই অযাচিত বিজ্ঞাপন থেকে মিলবে মুক্তি।

তাছাড়া ফোনের ব্রাউজার থেকেও এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এ জন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে>মাই অ্যাকটিভিটি<নামের সাইটে ঢুকতে হবে। এরপর>ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি <তে ঢুকতে হবে। স্ক্রিনের বাম পাশের উপরে থ্রি ডট চিহ্নে ক্লিক করতে হবে।

সেখানে>অ্যাকটিভিটি কন্ট্রোল<নামের অপশন দেখা যাবে। সেখানে ঢোকার পরে>অ্যাডস<অপশনে গিয়ে>অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন<অপশনটাকে ‘অফ’ করে দিতে হবে।

এরপর ওপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুতে চাপ দিয়ে সেটিংসে গিয়ে>সাইড সেটিংস < নামে একটি অপশন ক্লিক করতে হবে। এটিতে ঢোকার পরে>কুকিজ<এ গিয়ে>ব্লক থার্ড পার্টি কুকিজ<অন করে দিলেই ব্রাউজারে বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন

আপডেট টাইম : ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

স্মার্টফোন ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। গুরুত্বপূর্ণ কাজের সময় যেটি অত্যন্ত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কোনো কোনো সময় প্রতিটি অ্যাপসে ঢোকার সময়েই দেখতে পাওয়া যায় এ বিজ্ঞাপন।

আবার হয়তো কার্টুন দেখার জন্য শিশুর হাতে ফোনটি দিলেন, এমন সময় চলে এলো অ্যাডাল্ট কোনো পোস্টার, যা সত্যিই বিব্রতকর। কীভাবে এ বিব্রতকর বিজ্ঞাপন বন্ধ করা যায়, আজকের টিপসে তা নিয়ে আয়োজন।

স্মার্টফোনের ব্র্যান্ড ও মডেলভেদে এই বিজ্ঞাপন বন্ধের প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা থাকতে পারে। তবে সাধারণ কিছু পদ্ধতি অনুসরণ করেই এই যন্ত্রণা থেকে চিরমুক্তি পাওয়া সম্ভব। এ জন্য প্রথমে মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে। সেখান থেকে গুগলে প্রবেশ করতে হবে। সেখানে>অ্যাডস<অপশনটি বাছাই করতে হবে।

গুগলের অ্যাডস অপশন থেকে>পারসোনালাইজড<নামের অপশনে ক্লিক করতে হবে। সেখানে>ইউর অ্যাডভারটাইজিং আইডি<নামে আরেকটি অপশন রয়েছে, সেটি রিসেট করে ফেলতে হবে। এতে ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। ফলে আর বিজ্ঞাপন বা অনাকাঙ্ক্ষিত পপ-আপ দেখতে হবে না।

এ ছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে। মোবাইল ফোনের সেটিংসে>কানেকশন অ্যান্ড শেয়ারিং<অপশন থেকে>প্রাইভেট ডিএনএস<অপশনে প্রবেশ করতে হবে। সেখানে আরও অনেক অপশনের মধ্যে>প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম<ক্লিক করতে হবে। সেখানে dns.adguard.com লিখে সেভ করতে হবে। তাহলেই অযাচিত বিজ্ঞাপন থেকে মিলবে মুক্তি।

তাছাড়া ফোনের ব্রাউজার থেকেও এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এ জন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে>মাই অ্যাকটিভিটি<নামের সাইটে ঢুকতে হবে। এরপর>ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি <তে ঢুকতে হবে। স্ক্রিনের বাম পাশের উপরে থ্রি ডট চিহ্নে ক্লিক করতে হবে।

সেখানে>অ্যাকটিভিটি কন্ট্রোল<নামের অপশন দেখা যাবে। সেখানে ঢোকার পরে>অ্যাডস<অপশনে গিয়ে>অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন<অপশনটাকে ‘অফ’ করে দিতে হবে।

এরপর ওপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুতে চাপ দিয়ে সেটিংসে গিয়ে>সাইড সেটিংস < নামে একটি অপশন ক্লিক করতে হবে। এটিতে ঢোকার পরে>কুকিজ<এ গিয়ে>ব্লক থার্ড পার্টি কুকিজ<অন করে দিলেই ব্রাউজারে বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে।