ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ধাওয়ানের পর পূজারার শতরান

বাঙালী কণ্ঠ নিউজঃ  শিখর ধাওয়ানের পর শতরানের দেখা পেলেন  চেতেশ্বর পূজারা।ফলে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দাপট দেখাচ্ছে ভারত।ধাওয়ান অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছেন।তিনি ১৯০ রান করে নুয়ান প্রদীপের বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।অধিনায়ক বিরাট কোহলি (৩) দ্রুত প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।তবে পূজারা ক্রিজে টিকে আছেন।তিনি এখন ১০৮ রানে অপরাজিত।সঙ্গী অজিঙ্ক রাহানে (৯)। ৮৮ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৯৭।

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক বিরাট। এই ম্যাচের মাধ্যমে টেস্ট অভিষেক হল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। জ্বরের জন্য এই ম্যাচ খেলতে পারছেন না কে এল রাহুল। তার জায়গায় অভিনব মুকুন্দের সঙ্গে ওপেন করতে নামেন ধাওয়ান। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল রেকর্ড বজায় রাখলেন।

আজ ভারতের ইনিংসের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। দলের ২৭ রানের মাথায় আউট হয়ে যান মুকুন্দ।তবে ধাওয়ান ও পূজারা ইনিংসের হাল ধরেন। তাদের জুটিতে যোগ হয় ২৫৩ রান।মধ্যাহ্নভোজের বিরতির পরই ১১০ বলে খেলে শতরান সম্পূর্ণ করেন ধাওয়ান। টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম শতরান। এরপর পূজারাও শতরান করলেন।

শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমাল অসুস্থতার জন্য এই ম্যাচ খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রঙ্গনা হেরাথ। ধাওয়ানের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারবেন না আসেলা গুণরত্নে। ফলে শ্রীলঙ্কাকে ১০ জনে ব্যাট করতে হবে।

ভারত: কোহলি, ধাওয়ান, মুকুন্দ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, হার্দিক, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব,মহম্মদ শামি।

শ্রীলঙ্কা: হেরাথ, ডিমুথ করুণারত্নে, উপল থারঙ্গা, ধনুষ গুণতিলক, কুশল মেন্ডিস, অাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুণরত্নে, নিরোশান ডিকওয়ালা, দিলুরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধাওয়ানের পর পূজারার শতরান

আপডেট টাইম : ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  শিখর ধাওয়ানের পর শতরানের দেখা পেলেন  চেতেশ্বর পূজারা।ফলে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দাপট দেখাচ্ছে ভারত।ধাওয়ান অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছেন।তিনি ১৯০ রান করে নুয়ান প্রদীপের বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।অধিনায়ক বিরাট কোহলি (৩) দ্রুত প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।তবে পূজারা ক্রিজে টিকে আছেন।তিনি এখন ১০৮ রানে অপরাজিত।সঙ্গী অজিঙ্ক রাহানে (৯)। ৮৮ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৯৭।

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক বিরাট। এই ম্যাচের মাধ্যমে টেস্ট অভিষেক হল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। জ্বরের জন্য এই ম্যাচ খেলতে পারছেন না কে এল রাহুল। তার জায়গায় অভিনব মুকুন্দের সঙ্গে ওপেন করতে নামেন ধাওয়ান। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল রেকর্ড বজায় রাখলেন।

আজ ভারতের ইনিংসের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। দলের ২৭ রানের মাথায় আউট হয়ে যান মুকুন্দ।তবে ধাওয়ান ও পূজারা ইনিংসের হাল ধরেন। তাদের জুটিতে যোগ হয় ২৫৩ রান।মধ্যাহ্নভোজের বিরতির পরই ১১০ বলে খেলে শতরান সম্পূর্ণ করেন ধাওয়ান। টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম শতরান। এরপর পূজারাও শতরান করলেন।

শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমাল অসুস্থতার জন্য এই ম্যাচ খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রঙ্গনা হেরাথ। ধাওয়ানের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারবেন না আসেলা গুণরত্নে। ফলে শ্রীলঙ্কাকে ১০ জনে ব্যাট করতে হবে।

ভারত: কোহলি, ধাওয়ান, মুকুন্দ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, হার্দিক, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব,মহম্মদ শামি।

শ্রীলঙ্কা: হেরাথ, ডিমুথ করুণারত্নে, উপল থারঙ্গা, ধনুষ গুণতিলক, কুশল মেন্ডিস, অাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুণরত্নে, নিরোশান ডিকওয়ালা, দিলুরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ।