ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হজের খরচ কমতে পারে লাখ টাকা

হজযাত্রায় এবার খরচ কমানোর ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু টাকার বিপরীতে সৌদি রিয়ালের দর বৃদ্ধি পাওয়ায় হজের খরচ তেমন কমছে না। দুই ধরনের প্যাকেজ ঘোষণা করা হবে। এর মধ্যে মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ একটি।

এতে গত বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেমে শরিফ থেকে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে। এ ক্ষেত্রে খরচ প্রায় এক লাখ টাকা কমতে পারে।তবে এবার সমুদ্রপথের বা বিশেষ কোনো প্যাকেজ থাকছে না বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, আগামীকাল বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক আছে সচিবালয়ে। এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এই সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

জানতে চাইলে ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার কালের কণ্ঠকে বলেন, ‘বিমানভাড়া ছাড়া হজের খরচ কমানোর কোনো সুযোগ নেই। যেটুকুও কমানোর সুযোগ ছিল তা ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত কমছে না। গত বছর রিয়ালের দর ছিল ২৯ টাকা। এবার তা বেড়ে ৩২ টাকায় দাঁড়িয়েছে। ফলে এখানেই তো অনেক টাকা বেড়েছে।

তার পরও বলছি হেরেম শরিফের কাছের প্যাকেজে সাড়ে ৫ লাখ এবং অন্য প্যাকেজে ৪ লাখ ৬০-৭০ হাজার টাকা হতে পারে। আমরা এখনো চূড়ান্ত করতে পারিনি।’গতকাল সোমবার হজের খরচ কমছে এবং হজের খরচ কত হবে তা দুই দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কিভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে ফিরে বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি। এনবিআরের সঙ্গে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।’

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা ছিল। বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা থেকে সাড়ে ৯ লাখ টাকা পযন্ত ছিল।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হজের খরচ কমতে পারে লাখ টাকা

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
হজযাত্রায় এবার খরচ কমানোর ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু টাকার বিপরীতে সৌদি রিয়ালের দর বৃদ্ধি পাওয়ায় হজের খরচ তেমন কমছে না। দুই ধরনের প্যাকেজ ঘোষণা করা হবে। এর মধ্যে মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ একটি।

এতে গত বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেমে শরিফ থেকে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে। এ ক্ষেত্রে খরচ প্রায় এক লাখ টাকা কমতে পারে।তবে এবার সমুদ্রপথের বা বিশেষ কোনো প্যাকেজ থাকছে না বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, আগামীকাল বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক আছে সচিবালয়ে। এই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এই সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমানভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে।

জানতে চাইলে ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার কালের কণ্ঠকে বলেন, ‘বিমানভাড়া ছাড়া হজের খরচ কমানোর কোনো সুযোগ নেই। যেটুকুও কমানোর সুযোগ ছিল তা ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত কমছে না। গত বছর রিয়ালের দর ছিল ২৯ টাকা। এবার তা বেড়ে ৩২ টাকায় দাঁড়িয়েছে। ফলে এখানেই তো অনেক টাকা বেড়েছে।

তার পরও বলছি হেরেম শরিফের কাছের প্যাকেজে সাড়ে ৫ লাখ এবং অন্য প্যাকেজে ৪ লাখ ৬০-৭০ হাজার টাকা হতে পারে। আমরা এখনো চূড়ান্ত করতে পারিনি।’গতকাল সোমবার হজের খরচ কমছে এবং হজের খরচ কত হবে তা দুই দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি নিজে হজ করেছি কয়েকবার। অনেক কিছু জানা আছে। আমি চেষ্টা করছি, কিভাবে সব করলে খরচ কম হবে। ডলারের দাম বৃদ্ধির কারণে রিয়ালের দাম বেড়েছে। এ জন্য সমস্যা হচ্ছে কিছুটা। আমি নিজে মক্কা-মদিনা সফর করেছি, সে দেশের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারপর দেশে ফিরে বিমানের সঙ্গে বসেছি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বসেছি। এনবিআরের সঙ্গে বসে আলোচনা করে দুই ক্যাটাগরিতে হজ প্যাকেজ নির্ধারণ করেছি।’

২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বেসরকারিভাবে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা ছিল। বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা থেকে সাড়ে ৯ লাখ টাকা পযন্ত ছিল।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।