‘সুড়ঙ্গ’ দিয়ে প্রথম সিনেমার জুটি হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা। রায়হান রাফীর পরিচালনায় এতে অভিনয় করে বেশ প্রশংসিত হন তারা। শুধু তাই নয়, ‘সুড়ঙ্গ’ও দর্শকমহলে বেশ সাড়া ফেলে।
এবার আবারও একসঙ্গে আসছে এই জুটি। তবে পরিচালকটা ভিন্ন, শিহাব শাহীন। সিনেমা নাম ‘দাগী’।
এদিকে, গেল মে মাসে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন নিশো। এগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। তখন এর বাইরে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, এতে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে এর আনুষ্ঠানিক ঘোষণা। আর সিনেমার গল্পটা এক ভোলাভালা যুবকের। চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ। ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয় সে। যে ভূমিকায় দেখা যাবে নিশোকে।