ঢাকা , বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী থাকার অযোগ্য: সুপ্রিম কোর্ট

বাঙালী কণ্ঠ নিউজঃ  পানামা পেপার্স কেলেঙ্কারির মামলার রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আফিফ সাইদ খোসার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে তৃতীয় মেয়াদে পাকিস্তানের সরকারপ্রধানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদকে এখন সরে দাঁড়াতে হবে।

রায়ে বলা হয়, ছয় সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার দুই ছেলে হাসান নওয়াজ-হোসাইন নওয়াজ, মেয়ে মরিয়ম ও জামাতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদরের সম্পদের কাগজপত্র জাতীয় জবাদিহি ব্যুরোতে পাঠাতে বলা হয়েছে। রায়ে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী পার্লামেন্ট ও আদালতের কাছে সৎ থাকতে না পারায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

এ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ পূর্ণ করতে পারলেন না তিনি। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানানো হয়নি। নওয়াজ শরিফের পরিবারের সদস্যদরা বিদেশে সম্পদ জড়ো করেছেন- এমন তথ্য পানামা পেপারসে ফাঁস হওয়ার পর মামলাটি করা হয়। তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান মামলাটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী থাকার অযোগ্য: সুপ্রিম কোর্ট

আপডেট টাইম : ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  পানামা পেপার্স কেলেঙ্কারির মামলার রায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আফিফ সাইদ খোসার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে তৃতীয় মেয়াদে পাকিস্তানের সরকারপ্রধানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদকে এখন সরে দাঁড়াতে হবে।

রায়ে বলা হয়, ছয় সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার দুই ছেলে হাসান নওয়াজ-হোসাইন নওয়াজ, মেয়ে মরিয়ম ও জামাতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদরের সম্পদের কাগজপত্র জাতীয় জবাদিহি ব্যুরোতে পাঠাতে বলা হয়েছে। রায়ে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী পার্লামেন্ট ও আদালতের কাছে সৎ থাকতে না পারায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

এ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্বের মেয়াদ পূর্ণ করতে পারলেন না তিনি। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানানো হয়নি। নওয়াজ শরিফের পরিবারের সদস্যদরা বিদেশে সম্পদ জড়ো করেছেন- এমন তথ্য পানামা পেপারসে ফাঁস হওয়ার পর মামলাটি করা হয়। তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান মামলাটি করেন।