ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে বর্ষবরণ উদযাপন

বিশ্ব ২০২৪ সালকে বিদায় জানাচ্ছে। সেই সাথে আতশবাজি, আলোকসজ্জা এবং প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে । বিভিন্ন দেশের মানুষ বর্ণিল আলোকচ্ছটা আর নানান উৎসব–আয়োজনে বরণ করে নিয়েছে নতুন বছর। সেসব ছবি নিয়ে আজকের আয়োজন—

১ জানুয়ারী মধ্যরাতের ঠিক পরে লন্ডনে আকাশে আতশবাজি ফুটেছে। ছবি: সিএনএন নিউজ।
দুবাইতে নববর্ষ উদযাপনের সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা ফুটে ওঠে বর্ণিল আলোকচ্ছটায়। ছবি: সিএনএন নিউজ।
নতুন বছরের অনুষ্ঠানে হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের আকাশে। ছবি: সিএনএন নিউজ।
সিরিয়ার দামেস্কে সিরিয়ানরা নববর্ষ উদযাপন করছে। ছবি: সিএনএন নিউজ।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে নতুন বছর উদযাপন করছে এক দম্পতি। ছবি: সিএনএন নিউজ।
মধ্যরাতে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজ আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে। ছবি: রয়টার্স।
চীনের জিলিন শহরে ২০২৫ সালকে স্বাগত জানাতে আতশবাজি প্রদর্শনীর সময় সোংহুয়া নদীর ওপরের আকাশ আলোকিত করে তুলেছিলো রঙিন আতশবাজি। ছবি: গেটি ইমেজ।
তাইওয়ানের তাইপেই ১০১ টাওয়ারে আতশবাজি প্রদর্শনে জড়ো হওয়া জনতার ছবি তুলছেন একজন ব্যক্তি। ছবি: বিবিসি নিউজ।
ইন্দোনেশিয়ার জাকার্তার আনকোল বিচে স্থানীয়রা আতশবাজি দেখছে। ছবি: সিএনএন নিউজ।
চীনের উহানে নতুন বছরকে বরণের জন্য বিভিন্ন রকমের বেলুন আকাশে উড়াচ্ছে স্থানীয়রা। ছবি: সিএনএন নিউজ।
১ জানুয়ারী জাপানে একটি প্রধান জাতীয় ছুটির দিন। বছর পরিবর্তনের প্রস্তুতির জন্য নববর্ষের প্রাক্কালে বাড়িঘর এবং মন্দির পরিষ্কার করা হয়। টোকিও’র মেট্রোপলিটন ভবনে ‘শুভ নববর্ষ টোকিও ২০২৫’ বার্তা। ছবি: বিবিসি নিউজ।
ফিলিপাইনের ম্যানিলা শহরের কেন্দ্রস্থলেও আতশবাজি প্রদর্শন করা হয়েছিলো। ছবি: বিবিসি নিউজ।
এশিয়ার বেশ কয়েকটি দেশে মধ্যরাত পর্যন্ত চলে আতশবাজি প্রদর্শন। বেইজিং থেকে কুয়ালালামপুর পর্যন্ত সব শহরে দেখা যায় বর্ণিল আলোকচ্ছটা। ফিশ আই লেন্স দিয়ে তোলা এই ছবিটি সিঙ্গাপুরের মেরিনা বে’র। ছবি: বিবিসি নিউজ।
থাইল্যান্ডের ব্যাংককে গ্র্যান্ড প্যালেসের ওপরে আতশবাজি ফুটছে। ছবি: বিবিসি নিউজ।
দক্ষিণ কোরিয়ার সিউলে বছরের শেষ সূর্যাস্ত দেখার সময় ছবি তুলছে স্থানীয়রা। ছবি: সিএনএন নিউজ।

সূত্র: বিবিসি নিউজ, সিএনএন নিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিশ্বজুড়ে বর্ষবরণ উদযাপন

আপডেট টাইম : ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বিশ্ব ২০২৪ সালকে বিদায় জানাচ্ছে। সেই সাথে আতশবাজি, আলোকসজ্জা এবং প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে । বিভিন্ন দেশের মানুষ বর্ণিল আলোকচ্ছটা আর নানান উৎসব–আয়োজনে বরণ করে নিয়েছে নতুন বছর। সেসব ছবি নিয়ে আজকের আয়োজন—

১ জানুয়ারী মধ্যরাতের ঠিক পরে লন্ডনে আকাশে আতশবাজি ফুটেছে। ছবি: সিএনএন নিউজ।
দুবাইতে নববর্ষ উদযাপনের সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা ফুটে ওঠে বর্ণিল আলোকচ্ছটায়। ছবি: সিএনএন নিউজ।
নতুন বছরের অনুষ্ঠানে হংকংয়ের ভিক্টোরিয়া হারবারের আকাশে। ছবি: সিএনএন নিউজ।
সিরিয়ার দামেস্কে সিরিয়ানরা নববর্ষ উদযাপন করছে। ছবি: সিএনএন নিউজ।
লিথুয়ানিয়ার ভিলনিয়াসে নতুন বছর উদযাপন করছে এক দম্পতি। ছবি: সিএনএন নিউজ।
মধ্যরাতে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজ আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে। ছবি: রয়টার্স।
চীনের জিলিন শহরে ২০২৫ সালকে স্বাগত জানাতে আতশবাজি প্রদর্শনীর সময় সোংহুয়া নদীর ওপরের আকাশ আলোকিত করে তুলেছিলো রঙিন আতশবাজি। ছবি: গেটি ইমেজ।
তাইওয়ানের তাইপেই ১০১ টাওয়ারে আতশবাজি প্রদর্শনে জড়ো হওয়া জনতার ছবি তুলছেন একজন ব্যক্তি। ছবি: বিবিসি নিউজ।
ইন্দোনেশিয়ার জাকার্তার আনকোল বিচে স্থানীয়রা আতশবাজি দেখছে। ছবি: সিএনএন নিউজ।
চীনের উহানে নতুন বছরকে বরণের জন্য বিভিন্ন রকমের বেলুন আকাশে উড়াচ্ছে স্থানীয়রা। ছবি: সিএনএন নিউজ।
১ জানুয়ারী জাপানে একটি প্রধান জাতীয় ছুটির দিন। বছর পরিবর্তনের প্রস্তুতির জন্য নববর্ষের প্রাক্কালে বাড়িঘর এবং মন্দির পরিষ্কার করা হয়। টোকিও’র মেট্রোপলিটন ভবনে ‘শুভ নববর্ষ টোকিও ২০২৫’ বার্তা। ছবি: বিবিসি নিউজ।
ফিলিপাইনের ম্যানিলা শহরের কেন্দ্রস্থলেও আতশবাজি প্রদর্শন করা হয়েছিলো। ছবি: বিবিসি নিউজ।
এশিয়ার বেশ কয়েকটি দেশে মধ্যরাত পর্যন্ত চলে আতশবাজি প্রদর্শন। বেইজিং থেকে কুয়ালালামপুর পর্যন্ত সব শহরে দেখা যায় বর্ণিল আলোকচ্ছটা। ফিশ আই লেন্স দিয়ে তোলা এই ছবিটি সিঙ্গাপুরের মেরিনা বে’র। ছবি: বিবিসি নিউজ।
থাইল্যান্ডের ব্যাংককে গ্র্যান্ড প্যালেসের ওপরে আতশবাজি ফুটছে। ছবি: বিবিসি নিউজ।
দক্ষিণ কোরিয়ার সিউলে বছরের শেষ সূর্যাস্ত দেখার সময় ছবি তুলছে স্থানীয়রা। ছবি: সিএনএন নিউজ।

সূত্র: বিবিসি নিউজ, সিএনএন নিউজ