ঢাকা , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এবার শিল্পকলার আয়োজনে ‘আওয়াজ উডা’

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে র‍্যাপার হান্নান হোসাইন শিমুল গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। এটি প্রচারে আসার পরপরই গ্রেপ্তার করা হয় এই র‍্যাপারকে। এছাড়া সরকার পতনের ওই আন্দোলনকে ঘিরে চল্লিশটির বেশি গান তৈরি হয়েছে।

এবার সেসব গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি। আর অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে এটি অনুষ্ঠিত হবে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান জানান, এই আয়োজনে র‍্যাপার হান্নান, আদিবাসী গানের দল এফ মাইনরসহ আরো অনেকেই অংশ নেবেন।

তার কথায়, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে আমরা শ্রদ্ধা জানাবো জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার উপর আজ আমরা দাঁড়িয়ে আছি।’

অনুষ্ঠান উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এবার শিল্পকলার আয়োজনে ‘আওয়াজ উডা’

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে র‍্যাপার হান্নান হোসাইন শিমুল গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। এটি প্রচারে আসার পরপরই গ্রেপ্তার করা হয় এই র‍্যাপারকে। এছাড়া সরকার পতনের ওই আন্দোলনকে ঘিরে চল্লিশটির বেশি গান তৈরি হয়েছে।

এবার সেসব গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শিল্পকলা একাডেমি। আর অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘আওয়াজ উড়া’। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে এটি অনুষ্ঠিত হবে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান জানান, এই আয়োজনে র‍্যাপার হান্নান, আদিবাসী গানের দল এফ মাইনরসহ আরো অনেকেই অংশ নেবেন।

তার কথায়, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে আমরা শ্রদ্ধা জানাবো জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার উপর আজ আমরা দাঁড়িয়ে আছি।’

অনুষ্ঠান উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।