ঢাকা , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া পিস্তল, গোলাবারুদ ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সদর থানা থেকে লুট করা একটি ৭.৬৫ এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এঘটনায় সদর থানা পুলিশের এসআই হাসান আল মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের কুচপুকুর এলাকায় সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক পরে একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট হওয়া একটি ৭.৬৫ এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানা পুলিশের এসআই হাসান আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট টাইম : এক ঘন্টা আগে

সাতক্ষীরা সদর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া পিস্তল, গোলাবারুদ ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (৬ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সদর থানা থেকে লুট করা একটি ৭.৬৫ এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এঘটনায় সদর থানা পুলিশের এসআই হাসান আল মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের কুচপুকুর এলাকায় সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক পরে একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট হওয়া একটি ৭.৬৫ এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সদর থানা পুলিশের এসআই হাসান আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।