বাঙালী কণ্ঠ নিউজঃ বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ২ হাজার কোটি টাকার উন্নয়ণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কেরাণীগঞ্জ। এরমধ্যে শুভাঢ্যা খালের তীর সংরক্ষণ করে সৌন্দর্য বর্ধন, ঢাকা-মাওয়া মহাসড়কে ৮ লেনের বাস্তবায়ন। জিনজিরা জনিটাওয়ার পর্যন্ত ৪ লেন। জিনজিরা সৈয়দপুর সড়কের নবাবগঞ্জ – দোহার পর্যন্ত ৬শ কোটি টাকার উন্নয়ন।
তিনি বলেন, এসকল উন্নয়ণের বেশীরভাগই চলমান ও প্রক্রিয়াধিন রয়েছে। এসকল উন্নয়ণ কর্মকান্ডকে এগিয়ে নিতে আগামীতেও উন্নয়ণের প্রতীক নৌকায় ভোট দেয়ার জন্য তিনি কেরাণীগঞ্জ বাসির প্রতি আহবান জানান। নসরুল হামিদ বিপু শুক্রবার কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন জনগণের জন্য আমরা ভালো কাজ করছি। শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি কেরাণীগঞ্জের রাস্তা-ঘাটেরও ভালো উন্নয়ণ হয়েছে। বিদ্যুৎ সেক্টরকে আরো আধুনিকায়নের লক্ষে এখানকার সকল বিদ্যুৎ লাইন মাটির নিচদিয়ে সঞ্চালনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেরাণীগঞ্জকে আমরা একটি উৎসব মূখর কেরাণীগঞ্জ দেখতে চাই। এজন্য ২০১৮ সালের জানুয়ারিতে কেরাণীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় কেরাণীগঞ্জ উৎসব নামে ৭দিনব্যাপী একটি উৎসব করতে চাই।
তিনি বলেন কেবল রাস্তা-ঘাট ঠিক করলেই ভোট পাওয়া যায় না ভোটের জন্য মানুষের মন জয় করতে হয়। কাজেই ছাত্রলীগকে জনসেবার মধ্যে থাকতে হবে , শৃংখলিত থাকতে হবে এবং মানুষের মন জয় করতে হবে। তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ জাতীর জনকের হাতে গড়া সংগঠন। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সংগঠন। এখানে ছাত্র ব্যতিত কোন অছাত্রের স্থান থাকবে না। প্রতিমন্ত্রী বলেন, আমরা জনগনের জন্য কাজ করতে চাই । তাই আমরা ভালো লোকের সংগঠন চাই।
আগানগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুদ রানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব ম.ই.মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেলিম আহম্মেদ,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু, ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব,সহ-সভাপতি এইচএম মেহেদী হাসান ও এইচএম রুবেল, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশি,জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ছাত্র লীগের আহবায়ক ফারুক হোসেন মিঠু,যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রাসেল , আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু,সাধারন সম্পাদক জাকির আহম্মেদ প্রমুখ।