ঢাকা , মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাত পোহালেই মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

জয়ে ফেরার অভিন্ন লক্ষ্য নিয়ে আবার মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগের ম্যাচে হোঁচট খেয়েছে দুই দলই। প্যারাগুয়ের মাঠ থেকে হেরে ফিরেছে লিওনেল স্কালোনির দল আর ভেনিজুয়েলার মাঠে ড্র করে দোরিভাল জুনিয়রের দল। এই ব্যর্থতা পেছনে ফেলে জয়ের স্বপ্ন বুকে লালন করে ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে শীর্ষে থাকা আর্জেন্টিনা।

আর সালভাদরে নিজ মাঠে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার এবং ব্রাজিলের ম্যাচ শুরু সকাল ৬টা ৪৫ মিনিটে। কোপা আমেরিকা জেতার পর থেকে বেশ ওঠানামা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পারফরম্যান্সের গ্রাফ। এই সময়ে বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচ খেলে দুটিতে হেরে এবং একটি ড্র করে তারা জিতেছে একটি।

আগের ম্যাচে প্যারাগুয়ের মাঠে এগিয়ে গিয়েও পেতে হয়েছে হারের তেতো স্বাদ। এই শোক কাটিয়ে পেরুকে হারিয়ে জয়ে ফিরতে চায় আর্জেন্টিনা। আগের দেখায় পেরুর মাঠে লিওনেল মেসির জোড়া গোলে আলভিসেলেস্তেরা জিতেছিল ২-০ ব্যবধানে। বুয়েনস এইরেসে মেসির পায়ে অমন জাদুকরী কিছুর প্রত্যাশায় থাকবেন আর্জেন্টাইন সমর্থকরা।

কিন্তু এই ম্যাচ খেলার আগে বড় ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির দল। চোটের জন্য ছিটকে গেছেন রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস্তিয়ান রোমেরো ও নাহুয়েলা মোলিনা। নিজেদের মাটিতে উরুগুয়েকে হারিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করতে চায় ব্রাজিল। কিন্তু লাতিন আমেরিকার এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে তাদের সাম্প্রতিক রেকর্ড বড্ড বিবর্ণ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে ব্রাজিল।

সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় ভিনিসিয়ুস-রাফিনিয়ারা কি পারবেন গল্পটা অন্যভাবে লেখাতে। ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে কনমেবল অঞ্চলের বাছাইয়ে ৪ নম্বরে আছে ব্রাজিল। এখন পর্যন্ত নিরাপদ অঞ্চলেই আছে ব্রাজিল। কিন্তু মাঠের খেলায় ভক্তদের মনের দুশ্চিন্তা যে কিছুতেই প্রশমন করতে পারছেন না রাফিনিয়া-ভিনিসিয়ুসরা।

এই দুঃসময়ে সমর্থকদের পাশে থাকার আকুতি ঝরল অধিনায়ক মার্কিনিয়োসের কণ্ঠে, ‘অনেক কারণে জাতীয় দল নিয়ে মানুষ আশাহত হতে পারে। তবু আমরা চাইব, সমর্থকরা যেন এই দলের প্রতি তাদের আবেগ না হারিয়ে ফেলে।’ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের বর্তমান অবস্থান নিয়েও বিচলিত নন মার্কিনিয়োস, ‘স্বস্তিদায়ক অবস্থানে থাকা পর্যন্ত আমাদের খুব বেশি চিন্তা করার কারণ নেই। তবে টেবিলের ওপরের দিকে উঠতে এবং কাজের গতি ও আত্মবিশ্বাস বাড়াতে আমরা জিততে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাত পোহালেই মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট টাইম : এক ঘন্টা আগে
জয়ে ফেরার অভিন্ন লক্ষ্য নিয়ে আবার মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগের ম্যাচে হোঁচট খেয়েছে দুই দলই। প্যারাগুয়ের মাঠ থেকে হেরে ফিরেছে লিওনেল স্কালোনির দল আর ভেনিজুয়েলার মাঠে ড্র করে দোরিভাল জুনিয়রের দল। এই ব্যর্থতা পেছনে ফেলে জয়ের স্বপ্ন বুকে লালন করে ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে শীর্ষে থাকা আর্জেন্টিনা।

আর সালভাদরে নিজ মাঠে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনার এবং ব্রাজিলের ম্যাচ শুরু সকাল ৬টা ৪৫ মিনিটে। কোপা আমেরিকা জেতার পর থেকে বেশ ওঠানামা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পারফরম্যান্সের গ্রাফ। এই সময়ে বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচ খেলে দুটিতে হেরে এবং একটি ড্র করে তারা জিতেছে একটি।

আগের ম্যাচে প্যারাগুয়ের মাঠে এগিয়ে গিয়েও পেতে হয়েছে হারের তেতো স্বাদ। এই শোক কাটিয়ে পেরুকে হারিয়ে জয়ে ফিরতে চায় আর্জেন্টিনা। আগের দেখায় পেরুর মাঠে লিওনেল মেসির জোড়া গোলে আলভিসেলেস্তেরা জিতেছিল ২-০ ব্যবধানে। বুয়েনস এইরেসে মেসির পায়ে অমন জাদুকরী কিছুর প্রত্যাশায় থাকবেন আর্জেন্টাইন সমর্থকরা।

কিন্তু এই ম্যাচ খেলার আগে বড় ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির দল। চোটের জন্য ছিটকে গেছেন রক্ষণভাগের খেলোয়াড় ক্রিস্তিয়ান রোমেরো ও নাহুয়েলা মোলিনা। নিজেদের মাটিতে উরুগুয়েকে হারিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করতে চায় ব্রাজিল। কিন্তু লাতিন আমেরিকার এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে তাদের সাম্প্রতিক রেকর্ড বড্ড বিবর্ণ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে ব্রাজিল।

সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় ভিনিসিয়ুস-রাফিনিয়ারা কি পারবেন গল্পটা অন্যভাবে লেখাতে। ১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে কনমেবল অঞ্চলের বাছাইয়ে ৪ নম্বরে আছে ব্রাজিল। এখন পর্যন্ত নিরাপদ অঞ্চলেই আছে ব্রাজিল। কিন্তু মাঠের খেলায় ভক্তদের মনের দুশ্চিন্তা যে কিছুতেই প্রশমন করতে পারছেন না রাফিনিয়া-ভিনিসিয়ুসরা।

এই দুঃসময়ে সমর্থকদের পাশে থাকার আকুতি ঝরল অধিনায়ক মার্কিনিয়োসের কণ্ঠে, ‘অনেক কারণে জাতীয় দল নিয়ে মানুষ আশাহত হতে পারে। তবু আমরা চাইব, সমর্থকরা যেন এই দলের প্রতি তাদের আবেগ না হারিয়ে ফেলে।’ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের বর্তমান অবস্থান নিয়েও বিচলিত নন মার্কিনিয়োস, ‘স্বস্তিদায়ক অবস্থানে থাকা পর্যন্ত আমাদের খুব বেশি চিন্তা করার কারণ নেই। তবে টেবিলের ওপরের দিকে উঠতে এবং কাজের গতি ও আত্মবিশ্বাস বাড়াতে আমরা জিততে চাই।’