ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিবপুরে বাবার লাঠির আঘাতে কলেজছাত্রীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার জাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী একই গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে। তিনি শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মেয়ে আইরিন আক্তার মুক্তিকে (১৭) নিয়ে ফরহাদ গোমস্তার সঙ্গে তার স্ত্রী নাজমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে পড়লে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে নিহত কলেজছাত্রী মা নাজমা বেগম বলেন, ‘আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।’

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরে প্রেরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিবপুরে বাবার লাঠির আঘাতে কলেজছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১২:২০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার জাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী একই গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে। তিনি শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মেয়ে আইরিন আক্তার মুক্তিকে (১৭) নিয়ে ফরহাদ গোমস্তার সঙ্গে তার স্ত্রী নাজমা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ তার পাশে থাকা মেয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে পড়লে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে নিহত কলেজছাত্রী মা নাজমা বেগম বলেন, ‘আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।’

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরে প্রেরণ করা হবে।