দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণের রাজধানী ঢাকা আজও শীর্ষ তালিকায় অবস্থান করছে। বিশ্বের ১২৬ দেশের বিভিন্ন শহরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকা শহরে। ঢাকার বাতাসে আজ যে দূষণ রয়েছে, তা বিভিন্ন রোগাক্রান্ত মানুষের সঙ্গে সুস্থ মানুষের জন্যও ভীষণ ক্ষতিকর।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার সময় ঢাকা শহরের বায়ুর মান পরিমাপ করা হয়েছে ২৮৭, যা খুবই অস্বাস্থ্যকর।
এদিকে খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২২৮। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৩।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
সে হিসেবে দূষণের মাত্রার দিক থেকে ঢাকার বাতাস গতকালের মতো আজও খুবই অস্বাস্থ্যকর।
প্রসঙ্গত, বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এরই মধ্যে ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।