ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার কবরের পাশে দিন-রাত বসে থাকি, ছেলে ফিরে আসে না সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের ব্যাপারে বিশেষ সেল গঠন জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো ৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের

বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ

এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। মোনাকো ফরওয়ার্ডের বুটের কাটায় তার মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। এতে মাঠের বাইরে যেতে হয় দোন্নারুমাকে।

লিগ ওয়ানে বুধবার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকে পড়েন। তার শট মারার আগেই এগিয়ে এসে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।

শট না মারতে পেরে উইলফ্রাইড পেনাল্টি বক্সের কাছে দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন। তখনই তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ। সেই দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে।

শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটি ৪-২ গোলের বড় ব্যবধানে মোনাকোর বিপক্ষে ম্যাচ জিতেছে। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিনগো। যা নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস, ‘রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কি না আমি জানি না, তবে ভিএআরের হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল। এমন অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ

আপডেট টাইম : ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। মোনাকো ফরওয়ার্ডের বুটের কাটায় তার মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। এতে মাঠের বাইরে যেতে হয় দোন্নারুমাকে।

লিগ ওয়ানে বুধবার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকে পড়েন। তার শট মারার আগেই এগিয়ে এসে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।

শট না মারতে পেরে উইলফ্রাইড পেনাল্টি বক্সের কাছে দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন। তখনই তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ। সেই দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে।

শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটি ৪-২ গোলের বড় ব্যবধানে মোনাকোর বিপক্ষে ম্যাচ জিতেছে। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিনগো। যা নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস, ‘রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কি না আমি জানি না, তবে ভিএআরের হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল। এমন অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’