এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। মোনাকো ফরওয়ার্ডের বুটের কাটায় তার মুখ ক্ষত-বিক্ষত হয়েছে। এতে মাঠের বাইরে যেতে হয় দোন্নারুমাকে।
লিগ ওয়ানে বুধবার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকে পড়েন। তার শট মারার আগেই এগিয়ে এসে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।
শট না মারতে পেরে উইলফ্রাইড পেনাল্টি বক্সের কাছে দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন। তখনই তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি গভীর ক্ষত সৃষ্টি হয়ে রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ। সেই দুর্ঘটনার পর প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে।
শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটি ৪-২ গোলের বড় ব্যবধানে মোনাকোর বিপক্ষে ম্যাচ জিতেছে। পরে মাঠে ছেড়ে উঠে যান দোন্নারুম্মা। এমন মারাত্মক ফাউল করেও কোনো কার্ড দেখেননি আগেই হলুদ কার্ড দেখা সিনগো। যা নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস, ‘রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কি না আমি জানি না, তবে ভিএআরের হস্তক্ষেপ নেওয়া দরকার ছিল। এমন অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’