বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা দুর্দিনে দলের কাজ করেছে,দলের সাথে ছিলেন তারাই সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবেন।কাজেই দুর্দিনের কর্মীদের আমরা ভুলবোনা। যারা এখন আসবেন তারা দুর্দিনের কর্মীদের পিছনে থাকার চেষ্টা করবেন। দলের মধ্যে কখনোই বিভেদ তৈরী করার কাজে লিপ্ত হবেননা। সকলকে ঐক্যবদ্ধ ভাবে পথ চলতে হবে।
তিনি শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যায় বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। ফারুক স্মৃতি সংসদের সভাপতি আবুল কালাম আজাদ মাষ্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শহীদ ফারুকের ভাই দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম,জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম,জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, বিএনপি নেতা শফিকুর রহমান খান, অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব,সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম প্রমুখ।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, গত স্বৈরাচারের শাসনামলে যারা গণহত্যা চালিয়েছে,যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছে প্রত্যেকটির বিচার বাংলার মাটিতে আল্লাহর রহমতে হবে। তিনি বলেন,শহীদ জিয়া,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবেনা। সকলে ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না।
উল্লেখ্য, বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুককে ১১ বছর আগে আওয়ামী সন্ত্রাসীরা শহরে নৃশংসভাবে হত্যা করে।