ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

প্রথমবারের মতো ইসরায়েল স্বীকার করেছে যে, তারা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য প্রকাশ করেছেন।

গত জুলাই মাসে তেহরানে একটি বাড়িতে লক্ষ্যবস্তু করে হানিয়াকে হত্যা করা হয়। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। এই হামলায় হানিয়ার দেহরক্ষীও নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘কতল’ করবে ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে কতল করব যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’

এদিকে হুতিদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, আশকেলনের সামরিক লক্ষ্যবস্তুতে একটি ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তেল আবিব এলাকাতেও আরেকটি ড্রোন হামলা চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা

হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল

আপডেট টাইম : ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

প্রথমবারের মতো ইসরায়েল স্বীকার করেছে যে, তারা হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য প্রকাশ করেছেন।

গত জুলাই মাসে তেহরানে একটি বাড়িতে লক্ষ্যবস্তু করে হানিয়াকে হত্যা করা হয়। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। এই হামলায় হানিয়ার দেহরক্ষীও নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘কতল’ করবে ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব এবং তাদের নেতৃত্বকে কতল করব যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’

এদিকে হুতিদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, আশকেলনের সামরিক লক্ষ্যবস্তুতে একটি ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তেল আবিব এলাকাতেও আরেকটি ড্রোন হামলা চালানো হয়।