তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি অস্ত্রাগার বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার ৮টা ২৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন শহরের গভর্নর ইসমাইল উস্তাগলু।
সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কারখানা থেকে আগুনের কুণ্ডলী উপরের দিকে উঠে যাচ্ছে। ভবনের একপাস ধ্বংস হয়ে গেছে, সেখানে প্রচুর কালো ধোঁয়া।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।