ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সুস্থ হয়ে উঠছেন কাম্বলি, হাসপাতালে করলেন নাচ

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিনোদ কাম্বলি। ভারতের সাবেক এই ক্রিকেটার শারীরিক অসুস্থতার কারণে থানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার সেখানেই চিকিৎসা চলছিল। এবার ভক্তদের জন্য এক স্বস্তির ভিডিও সামনে এল।

ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেড থেকে উঠে নাচে মেতেছেন কাম্বলি। তাকে দেখে বেশ চনমনে মনে হচ্ছিল।

তবে গত সপ্তাহে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল তার শারীরিক পরিস্থিতি নিয়ে। কাম্বলির অবস্থা গুরুতর হয়ে ওঠায় তাকে থানের আকৃতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের চিফ ইনটেনসিভিস্ট, ডা. বিবেক দ্বিবেদী, কাম্বলির স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট দিয়েছিলেন। যা চিন্তার ভাঁজ ফেলেছিল তার অনুরাগীদের মনে।

সেই বিবৃতিতে দ্বিবেদী বলেছিলেন, ‘আমরা শনিবার সন্ধ্যায় তাকে ভর্তি করি। বাড়িতে তার পেশিতে খিঁচুনি দেখা দিয়েছিল এবং মাথাও ঘোরাচ্ছিল। আমরা যখন তাকে হাসপাতালে নিয়ে আসি, তখন তার প্রচণ্ড জ্বর ছিল। পেশির খিঁচুনির কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল। তাকে পরীক্ষার পর জানা গেছে যে তার মূত্রনালীর সংক্রমণ ছিল। শরীরে সোডিয়াম এবং পটাসিয়ামের অভাবের কারণে পেশীতে ক্র্যাম্প ছিল। মস্তিষ্কের একটি পরীক্ষায় জানা গেছে যে তার পুরোনো ক্লট ছিল, কারণ সম্প্রতি তার একটি স্ট্রোক হয়েছিল। আমরা তাকে আইসিইউতে ভর্তি নিয়েছি, কারণ রক্তচাপ কম রয়েছে। তার প্রয়োজনীয় বিষয়গুলি স্থিতিশীল। বর্তমানে চিকিৎসা ও ফিজিওথেরাপি চলছে। আমরা তাকে ২-৩ দিনের মধ্যে ছাড়ার পরিকল্পনা করছি।’

কাম্বলি গত কয়েক বছর ধরে স্বাস্থ্য সমস্যা নিয়ে লড়াই করছেন। তার সমস্যাগুলি জানার পর, ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দল কাম্বলিকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেন। কপিল দেব এবং সুনীল গাভাস্কার উভয়ই তাকে প্রকাশ্যে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।

তিনি ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নাসির-উদ-দৌলা সভাপতি, আলী নেওয়াজ মহাসচিব

সুস্থ হয়ে উঠছেন কাম্বলি, হাসপাতালে করলেন নাচ

আপডেট টাইম : ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিনোদ কাম্বলি। ভারতের সাবেক এই ক্রিকেটার শারীরিক অসুস্থতার কারণে থানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার সেখানেই চিকিৎসা চলছিল। এবার ভক্তদের জন্য এক স্বস্তির ভিডিও সামনে এল।

ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের বেড থেকে উঠে নাচে মেতেছেন কাম্বলি। তাকে দেখে বেশ চনমনে মনে হচ্ছিল।

তবে গত সপ্তাহে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল তার শারীরিক পরিস্থিতি নিয়ে। কাম্বলির অবস্থা গুরুতর হয়ে ওঠায় তাকে থানের আকৃতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের চিফ ইনটেনসিভিস্ট, ডা. বিবেক দ্বিবেদী, কাম্বলির স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট দিয়েছিলেন। যা চিন্তার ভাঁজ ফেলেছিল তার অনুরাগীদের মনে।

সেই বিবৃতিতে দ্বিবেদী বলেছিলেন, ‘আমরা শনিবার সন্ধ্যায় তাকে ভর্তি করি। বাড়িতে তার পেশিতে খিঁচুনি দেখা দিয়েছিল এবং মাথাও ঘোরাচ্ছিল। আমরা যখন তাকে হাসপাতালে নিয়ে আসি, তখন তার প্রচণ্ড জ্বর ছিল। পেশির খিঁচুনির কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল। তাকে পরীক্ষার পর জানা গেছে যে তার মূত্রনালীর সংক্রমণ ছিল। শরীরে সোডিয়াম এবং পটাসিয়ামের অভাবের কারণে পেশীতে ক্র্যাম্প ছিল। মস্তিষ্কের একটি পরীক্ষায় জানা গেছে যে তার পুরোনো ক্লট ছিল, কারণ সম্প্রতি তার একটি স্ট্রোক হয়েছিল। আমরা তাকে আইসিইউতে ভর্তি নিয়েছি, কারণ রক্তচাপ কম রয়েছে। তার প্রয়োজনীয় বিষয়গুলি স্থিতিশীল। বর্তমানে চিকিৎসা ও ফিজিওথেরাপি চলছে। আমরা তাকে ২-৩ দিনের মধ্যে ছাড়ার পরিকল্পনা করছি।’

কাম্বলি গত কয়েক বছর ধরে স্বাস্থ্য সমস্যা নিয়ে লড়াই করছেন। তার সমস্যাগুলি জানার পর, ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দল কাম্বলিকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেন। কপিল দেব এবং সুনীল গাভাস্কার উভয়ই তাকে প্রকাশ্যে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।

তিনি ১৯৯৩-২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছিলেন।