সৌরভ গাঙ্গুলীর মেয়ে সানা দুর্ঘটনার কবলে পড়েছেন। গতকবল শুক্রবার তার গাড়িতে একটি বাস ধাক্কা দেয়। গাড়ির ‘লুকিং গ্লাস’ ভেঙে যায়। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে বাঁচেন সানা এবং তার গাড়ির চালক। স্থানীয় পুলিশ পরে বাসের চালককে গ্রেপ্তার করেছে।
কলকাতার বেহালা চৌরাস্তার কাছে ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার চৌরাস্তা এলাকায় দু’টি বাস রেষারেষি করছিল। সে সময় আচমকাই একটি বাস গিয়ে ধাক্কা মারে সানার গাড়িতে। দুর্ঘটনার সময় গাড়ির বাঁ দিকের আসনে বসে ছিলেন সানা। বাসটি ধাক্কা মারে গাড়ির ডান দিকে।
ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। দুর্ঘটনায় সানার গাড়ির ‘লুকিং গ্লাস’ ভেঙে গিয়েছে। সৌরভের পরিবারের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ঘাতক বাসের চালকের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। পরে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করে পুলিশ।