ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পোরশে ওপেনে তৃতীয় সিদ্দিকুর

বাঙালী কণ্ঠ নিউজঃ  শুরুটা ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়ান তিনি।  আর তাতেই পোরশে ইউরোপিয়ান ওপেনে সুইডেনের জন এডফোর্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।

জার্মানির হামবুর্গের গ্রিন ইগল গলফ কোর্সে চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডিতে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর। ২০ লাখ ইউরো প্রাইজমানির এ আসরে সব মিলিয়ে ১১ শট কম খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

গেল বছর চ্যাম্পিয়ন ফ্রান্সের আলেক্সঁদ লেভিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ। ২৪ বছর বয়সি স্মিথের এটাই প্রথম ইউরোপিয়ান ট্যুর শিরোপা। দুইজনই পারের চেয়ে ১৩ শট কম খেলেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পোরশে ওপেনে তৃতীয় সিদ্দিকুর

আপডেট টাইম : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  শুরুটা ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়ান তিনি।  আর তাতেই পোরশে ইউরোপিয়ান ওপেনে সুইডেনের জন এডফোর্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা এই গলফার।

জার্মানির হামবুর্গের গ্রিন ইগল গলফ কোর্সে চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডিতে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর। ২০ লাখ ইউরো প্রাইজমানির এ আসরে সব মিলিয়ে ১১ শট কম খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

গেল বছর চ্যাম্পিয়ন ফ্রান্সের আলেক্সঁদ লেভিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ। ২৪ বছর বয়সি স্মিথের এটাই প্রথম ইউরোপিয়ান ট্যুর শিরোপা। দুইজনই পারের চেয়ে ১৩ শট কম খেলেছিলেন।