ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ২

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার সকাল ৮টার দিকে নগরকান্দার ঢাকা-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ফরিদপুর থেকে ভাঙ্গাগামী আলিম মিম নামের যাত্রীবাহী লোকাল বাসকে ধাক্কা দিলে বাসটি সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন দুটি বাসের কমপক্ষে ১০ জন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, নিহত ২

আপডেট টাইম : ২ ঘন্টা আগে

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার সকাল ৮টার দিকে নগরকান্দার ঢাকা-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ফরিদপুর থেকে ভাঙ্গাগামী আলিম মিম নামের যাত্রীবাহী লোকাল বাসকে ধাক্কা দিলে বাসটি সড়কের পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন দুটি বাসের কমপক্ষে ১০ জন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।