ঢাকা , রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ১১

রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যুহয়েছে। এ সময় অন্তত ১১ জন আহত হয়েছেন।

এ সময় গোল্ডেন লাইন পরিবহনের চালক বাচ্চু শেখ (৪৮) মারা গেছে। তিনি ফরিদপুরের মোনছের শেখের ছেলে।

আহতরা হলেন সুমি (৪০), হারুন (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০) ও নিয়ামত (৫৫)। তাৎক্ষণিকভাবে তাদের কারোর বিস্তারিত ঠিকানা জানা যায়নি। হানিফ পরিবহনের আহত চালকের নামও জানা যায়নি।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন জানান, গোল্ডেন লাইন পরিবহনের চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হানিফ পরিবহনের চালক সদর হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর অবস্থায় আহত আরও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্যরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। আর হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে গড়িয়ানা এলাকায় এলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন এবং নিজেদের সিটে আটকে যান। এছাড়া আহত হন দুই বাসের অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজবাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ১১

আপডেট টাইম : ৪২ মিনিট আগে

রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যুহয়েছে। এ সময় অন্তত ১১ জন আহত হয়েছেন।

এ সময় গোল্ডেন লাইন পরিবহনের চালক বাচ্চু শেখ (৪৮) মারা গেছে। তিনি ফরিদপুরের মোনছের শেখের ছেলে।

আহতরা হলেন সুমি (৪০), হারুন (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০) ও নিয়ামত (৫৫)। তাৎক্ষণিকভাবে তাদের কারোর বিস্তারিত ঠিকানা জানা যায়নি। হানিফ পরিবহনের আহত চালকের নামও জানা যায়নি।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন জানান, গোল্ডেন লাইন পরিবহনের চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হানিফ পরিবহনের চালক সদর হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর অবস্থায় আহত আরও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্যরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। আর হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে গড়িয়ানা এলাকায় এলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন এবং নিজেদের সিটে আটকে যান। এছাড়া আহত হন দুই বাসের অন্তত ১০ থেকে ১৫ জন যাত্রী।