জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নার্সের ভুল ইনজেকশন পুশের কারণে দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সংশ্লিষ্ট নার্সকে। আজ বুধবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম (২২) ও কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার মনিরুজ্জামান মল্লিক (৩২)।
জানা যায়, হার্নিয়ার চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিক্ষক মনিরুজ্জামান মল্লিক। অপরদিকে পেটে ব্যথাজনিত কারণে গত ১২ জানুয়ারি ভর্তি হয়েছিলেন জহিরুল ইসলাম। আজ বুধবার সকালে দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের আগে প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সিটেই দুই জনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ৫ থেকে ১০মিনিটের মধ্যেই দুই জন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রোগীর স্বজন মোজাফফর বলেন, ‘নর কিউ’ নামক অ্যানেসথেশিয়ার ইনজেকশনটি অপারেশন থিয়েটারে পুশ করার কথা ছিল, সেটি আগেই ওয়ার্ডে পুশ করেন নার্স। এতেই ঘটে বিপত্তি। দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবরে আত্মীয় স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেন। সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হিতেশ রঞ্জন সরকার জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।