বাঙালী কণ্ঠ নিউজঃ কয়েকদিনের ব্যাপক গুঞ্জনের পর শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন নেইমার, সিদ্ধান্তটি চূড়ান্ত করার পরই অনুমতি মিলে গেলো তার জন্য।
বুধবার অনুশীলনের সময় বার্সেলোনা সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পরে ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে অনুশীলন না করা এবং তার নিজের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেন। তবে তার ক্লাব পরিবর্তনের জন্য বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দিবে পিএসজি। ইতোমধ্যেই তারা এটি দেয়ার জন্য প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে।
কিন্তু যদি নেইমারকে পিএসজি সাইন করায় তাহলে বার্সা আর্থিক ন্যায্যতার বিষয়ে তদন্তের আহবান জানাবে এমন খবর আসার দুদিনের মাথায় নেইমারের পিএসজিতে যাওয়ার খবর এল। লা লিগা প্রেসিডেন্ট আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়ে রেখেছেন।
নেইমার ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোষ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন প্রায় ৪৯ মিলিয়ন পাউন্ড চুক্তিতে। পরে ২০১৬ সালে পাঁচ বছরের একটি চুক্তি করেছিলেন ক্লাবটির সঙ্গে।