মাত্র ৩২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন নিকো হিদালগো। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো এই স্প্যানিশ ফুটবলারকে।
ফুসফুসের ক্যানসারে ভোগা এই মিডফিল্ডারের মৃত্যুর খবর শনিবার তার পুরনো ক্লাব গ্রানাদা ও কাদিস জানিয়েছে।
হিদালগোর ফুটবল ক্যারিয়ার স্প্যানিশ ক্লাব মত্রিলের হয়ে শুরু। যেখানে ২০১০ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। ২০১২ সালে গ্রানাদা ‘বি’ দলে যোগ দেন তিনি।
ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে দুই বছর পর পাড়ি জমান হিদালগো। কিন্তু মূল দলে খেলার সুযোগ পাননি। নতুন দলে যোগ দেওয়ার পরপরই গ্রানাদায় ধারে খেলতে যেতে হয় তাকে।
এরপর ২০১৬ সালে কাদিসে ধারে খেলেন হিদালগো। পরের বছরই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পাকাপাকি চুক্তি করেন তিনি। এছাড়াও রেসিং সান্তানদের ও এক্সত্রেমাদুরার হয়েও খেলেন এই স্প্যানিয়ার্ড।
২০২১ সালে তার ক্যানসার ধরা পড়ে। পরের বছরই অবসরের ঘোষণা দেন তিনি। এবার পৃথিবীকেই বিদায় বলেন হিদালগো।