ঢাকা , রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার কবরের পাশে দিন-রাত বসে থাকি, ছেলে ফিরে আসে না সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের ব্যাপারে বিশেষ সেল গঠন জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো ৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের

ভ্রমণের নতুন গন্তব্য টাঙ্গাইলের বাসুলিয়া বিল

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ষায় টইটম্বুর বিলে পরিষ্কার পানি আর পানিতে ভেসে থাকে আকাশের মুখচ্ছবি। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। অপরূপ সৌন্দর্য্যে ভরা টাঙ্গাইলের বাসুলিয়া বিল।

ইট, কাঠ আর ধূলাবালুর শহর ঢাকা। পুরো সপ্তাহের কর্মব্যস্থায় নাভিশ্বাস হয়ে উঠে কর্মমুখী মানুষগুলো। কিন্তু ব্যস্ত জীবনে ছুটি তো ঐ সপ্তাহের একদিন। তাই ধারে কাছেই ভরসা। এই বর্ষায় ঘুরে আসতে পারেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া বিল থেকে।

যারা খোলা আকাশ, মুক্ত বাতাস আর স্বচ্ছ পানি তে মুগ্ধ হন তাদের জন্য এটা একটা অসাধারণ জায়গা। গ্রুপ করে আসলে অনেক অল্প খরচে খুব সুন্দর একটা বিকেল কাটানো সম্ভব।

বিলের মাঝখানে একটা গাছ ও আছে। শীতল বাতাসে গাছের সাথে নৌকা বেঁধে, ছায়ায় বসে আড্ডা দিতে বা হেডফোনে পছন্দের গান শুনতে কি যে ভালোলাগে তা শুধু একজন প্রকৃতিপ্রেমীই বুঝবে। নানান আকৃতির নৌকা পাওয়া যায় বিলের ঘাটে। ছোট নৌকাগুলোতে অনায়াসে ৫/৭ জন ওঠা যায়। ভাড়া নেয় ঘন্টা প্রতি ২০০ টাকা।

বাসুলিয়া যাওয়ার পথটাও অনেক সুন্দর। কম খরচে তাই ঘুরে আসতে পারেন এখান থেকে। তবে নিরিবিলি চাইলে শুক্রবারটা এড়িয়ে অন্যদিন যেতে পারলে বেশি ভালো হয়। মহাখালি থেকে টাংগাইল এর বাসে টাংগাইল নতুন বাসস্ট্যান্ড। ভাড়া-নন এসি বাসে ১৬০ টাকা আর এসি বাসে ২৫০ এর মতো।

নতুন বাসস্ট্যান্ড থেকে অটোতে করে ৫ টাকা ভাড়া দিয়ে আসবেন পুরাতন বাসস্ট্যান্ড। সেখানে বাসাইলের সিএনজি পাওয়া যাবে। ভাড়া ৩০/৪০ টাকা। বাসাইল বাজারে গিয়ে সিএনজি থেকে নেমে ভ্যানে করে বাসুলিয়া বিলের পাড়। ভাড়া প্রতিজন ২০ টাকা করে।

দিনে যেয়ে দিনেই ফিরে আসতে পারবেন বাসুলিয়া থেকে। তবে বিলের সবচেয়ে সুন্দর রূপটা বিকেল পর্যন্ত থাকতে হবে। সেক্ষেত্রে ফিরতে রাত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ভ্রমণের নতুন গন্তব্য টাঙ্গাইলের বাসুলিয়া বিল

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ষায় টইটম্বুর বিলে পরিষ্কার পানি আর পানিতে ভেসে থাকে আকাশের মুখচ্ছবি। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। অপরূপ সৌন্দর্য্যে ভরা টাঙ্গাইলের বাসুলিয়া বিল।

ইট, কাঠ আর ধূলাবালুর শহর ঢাকা। পুরো সপ্তাহের কর্মব্যস্থায় নাভিশ্বাস হয়ে উঠে কর্মমুখী মানুষগুলো। কিন্তু ব্যস্ত জীবনে ছুটি তো ঐ সপ্তাহের একদিন। তাই ধারে কাছেই ভরসা। এই বর্ষায় ঘুরে আসতে পারেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া বিল থেকে।

যারা খোলা আকাশ, মুক্ত বাতাস আর স্বচ্ছ পানি তে মুগ্ধ হন তাদের জন্য এটা একটা অসাধারণ জায়গা। গ্রুপ করে আসলে অনেক অল্প খরচে খুব সুন্দর একটা বিকেল কাটানো সম্ভব।

বিলের মাঝখানে একটা গাছ ও আছে। শীতল বাতাসে গাছের সাথে নৌকা বেঁধে, ছায়ায় বসে আড্ডা দিতে বা হেডফোনে পছন্দের গান শুনতে কি যে ভালোলাগে তা শুধু একজন প্রকৃতিপ্রেমীই বুঝবে। নানান আকৃতির নৌকা পাওয়া যায় বিলের ঘাটে। ছোট নৌকাগুলোতে অনায়াসে ৫/৭ জন ওঠা যায়। ভাড়া নেয় ঘন্টা প্রতি ২০০ টাকা।

বাসুলিয়া যাওয়ার পথটাও অনেক সুন্দর। কম খরচে তাই ঘুরে আসতে পারেন এখান থেকে। তবে নিরিবিলি চাইলে শুক্রবারটা এড়িয়ে অন্যদিন যেতে পারলে বেশি ভালো হয়। মহাখালি থেকে টাংগাইল এর বাসে টাংগাইল নতুন বাসস্ট্যান্ড। ভাড়া-নন এসি বাসে ১৬০ টাকা আর এসি বাসে ২৫০ এর মতো।

নতুন বাসস্ট্যান্ড থেকে অটোতে করে ৫ টাকা ভাড়া দিয়ে আসবেন পুরাতন বাসস্ট্যান্ড। সেখানে বাসাইলের সিএনজি পাওয়া যাবে। ভাড়া ৩০/৪০ টাকা। বাসাইল বাজারে গিয়ে সিএনজি থেকে নেমে ভ্যানে করে বাসুলিয়া বিলের পাড়। ভাড়া প্রতিজন ২০ টাকা করে।

দিনে যেয়ে দিনেই ফিরে আসতে পারবেন বাসুলিয়া থেকে। তবে বিলের সবচেয়ে সুন্দর রূপটা বিকেল পর্যন্ত থাকতে হবে। সেক্ষেত্রে ফিরতে রাত হতে পারে।